আবারও হোঁচট খেল লস ব্লাঙ্কোরা
তারকা ঠাসা দল মৌসুম শুরুর প্রথম ম্যাচেই মায়োর্কার বিপক্ষে ধাক্কা খেয়েছিল রিয়াল মাদ্রিদ। এরপর ভায়াদোলিদের বিপক্ষে বড় জয়ে ঘুরে দাঁড়ালেও তৃতীয় ম্যাচে আবারও হোঁচট খেল লস ব্লাঙ্কোরা।লা লিগায় বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে লাস পালমাসের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে রিয়াল। তাতে তিন ম্যাচ শেষে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার তুলনায় ৪ পয়েন্ট কম নিয়ে পাঁচে অবস্থান করছে তারা। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সা।
এদিন ম্যাচ শুরুর পঞ্চম মিনিটেই রিয়ালকে হতাশ করেন ২০ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার আলবের্তো মোলেইরো। সতীর্থের পাস পেয়ে বক্সে রিয়ালের দুই ডিফেন্ডারের বাধা এড়িয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে গোল করে পালমাসকে এগিয়ে দেন আলবের্তো।সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে লস ব্লাঙ্কোরা। ম্যাচ জুড়েই চলে তাদের আধিপত্য। ৫৭ শতাংশ সময় বল দখলে রেখে ২৫টি শট নেয় কার্লো আনচেলত্তির শিষ্যরা। এর মধ্যে ৮টিই ছিল গোলমুখে। তবে খুব একটা সুবিধা করতে পারেনি তারা। কেবল ৬৯তম মিনিটে পাওয়া পেনাল্টি সুযোগ কাজে লাগিয়ে হার এড়ায় তারা। বক্সে পালমাসের ডিফেন্ডার আলেক্স সুয়ারেসের হাতে বল লাগলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। সফল স্পটকিকে দলকে সমতায় ফেরান ভিনিসিউস জুনিয়র।
নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে বক্সের ভেতর থেকে জোরালো শটে রিয়ালের জালে বল পাঠিয়ে উল্লাসে মাতেন পালমাসের মিডফিল্ডার ভিতি। তবে সেটি অফসাইড হওয়ায় হার থেকে বেঁচে যায় রিয়াল। এ ম্যাচে একাধিক সুযোগ পেলেও মিস করে রিয়ালের জার্সিতে লা লিগায় গোলের অপেক্ষা বাড়ালেন কিলিয়ান এমবাপ্পে। লিগে তিন ম্যাচ খেলে এখনও জালের দেখা পাননি না ফরাসি তারকা।এর আগে মায়োর্কার সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর ভায়াদোলিদের বিপক্ষে ৩-০ গোলে জিতেছিল রিয়াল।
মতামত দিন