জামালপুর

অবৈধভাবে সুন্নতে খাতনা করার দায়ে ফকরুল ইসলামকে জরিমানা

জামালপুরে একজন অবসরপ্রাপ্ত মেডিক্যাল অ্যাসিস্ট্যান্টের চেম্বারে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে সুন্নতে খাতনা (মুসলমানি) করার দায়ে চেম্বার মালিক ফকরুল ইসলাম জুয়েলকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
আজ রোববার দুপুরে পৌর শহরের মিঞাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে প্রতিষ্ঠানটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী আশিক বাহার বলেন, অভিযুক্ত ফখরুল ইসলাম জুয়েল ডাক্তার না হয়েও চেম্বার খুলে দীর্ঘদিন ধরে অবৈধভাবে সুন্নতে খতনা (মুসলমানি) করে আসছিলেন। কোনো প্রকার অ্যানেস্থেসিয়া ও অপারেশন থিয়েটার ছাড়াই খতনা (মুসলমানি) সম্পন্ন করেন, যাতে বাচ্চাদের জীবনের ঝুঁকি রয়েছে। এসব অনিয়ম পাওয়ায় তাকে ২০ হাজার টাকা জরিমানা এবং খতনা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।
তিনি আরও বলেন, নির্দেশ উপেক্ষা করে তিনি যদি কার্যক্রম অব্যাহত রাখেন তাহলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার, ডা. নুরুজ্জামান মুরাদ, ডা. সানজিদা হোসাইন প্রাপ্তি প্রমুখ।

মতামত দিন