জামালপুর

মফস্বল সাংবাদিক মেলান্দহ সোসাইটির কার্যালয় শুভ উদ্বোধন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি মেলান্দহ উপজেলা শাখা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) মেলান্দহ উপজেলা পরিষদ সংলগ্ন প্রধান সড়কের পাশে স্থাপিত এই কার্যালয়ের উদ্বোধন করেন মেলান্দহ উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল কবির মঞ্জু। 

 এ উপলক্ষে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম আলমগীর।বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি মেলান্দহ উপজেলা শাখার সভাপতি মোঃ রমজান আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের  মধ্যে মেলান্দহ থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, জামালপুর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব হাফিজ রায়হান সাদা, উপজেলা বিএনপি'র যুগ্ন সাধারণ সম্পাদক আতাউল হক চিশতি, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক সাহেদ নেওয়াজ পলিন, ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি মেলান্দহ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ উজ্জল আকন্দ বক্তব্য রাখেন।পরে দেশ জাতির মঙ্গল কামনা করে বিষয়ে দোয়া ও মোনাজাত করা হয়।।

মতামত দিন