খেলা-ধুলা

ডর্টমুন্ডকে দাঁড়াতেই দেয়নি সেমিতে দেড়-পা দিয়ে ফেলা বার্সেলোনা

চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডকে নিয়ে ছেলেখেলা করা বার্সেলোনা সেমিফাইনালে দেড়-পা দিয়ে ফেলেছে ধুমধাড়াক্কা এক জয়ে। অনেকটা একপেশে লড়াইয়ে রবার্ট লেভান্ডোভস্কি জোড়া গোল পেয়েছেন। একটি করে গোল এনেছেন রাফিনহা ও তরুণ সেনসেশন লামিন ইয়ামাল।বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টারের প্রথম লেগে ঘরের মাঠে জার্মান ক্লাবটিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে এবছর টানা ২৩ ম্যাচে অপরাজিত থাকার যাত্রায় ১৯ জয় সঙ্গী করা হ্যান্সি ফ্লিকের দুর্দান্ত ছন্দের বার্সেলোনা।

নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়ার সঙ্গে প্রাথমিক পর্বের দেখায় ৩-২ গোলে জিতেছিল বার্সা। আগামী মঙ্গলবার ডর্টমুন্ডের মাঠে অতিথি হয়ে ফিরতি লেগে অনেকটা ভারমুক্ত থেকেই নামতে পারবে কাতালুনিয়ান দলটি।

ম্যাচের ২৫ মিনিটে খাতা খোলে বার্সেলোনা। ইনিগো মার্টিনেজের ফ্রি-কিক থেকে আসা বল পাউ কুবার্সি হয়ে জালের দিকে যাচ্ছিল। ডর্টমুন্ড গোলরক্ষক কোবেলকে দর্শক বানিয়ে বলে শেষ ছোঁয়া দেন ব্রাজিলিয়ান রাফিনহা। চলতি আসরে তারকা ফরোয়ার্ডের ১২তম গোল।

বিরতির আগে কয়েকটি সুযোগ কাজে লাগাতে পারেনি বার্সা। পানি পান সেরে ফিরে ব‍্যবধান দ্বিগুণ করেন প্রথমার্ধের শেষদিকে বাইসাইকেল কিক নেয়া লেভান্ডোভস্কি। ইয়ামালের ক্রসে আসা বল রাফিনহা ঘুরে পোলিশ স্ট্রাইকারের মাধ্যমে জালের দিশা পায়।

ম্যাচের ৬৬ মিনিটে দৃশ্যপটে আবারও লেভা। মিডফিল্ডার লোপেজের থেকে আসা বল বুলেট শটে জালে জড়িয়ে আসরে নিজের ১১তম গোলটি আনেন লেভান্ডোভস্কি। ৭৭ মিনিটে রাফিনহার থেকে আসা বলে ডর্টমুন্ড কফিনে শেষ পেরেকটি ঠোকেন ইয়ামাল।শেষদিকে ডর্টমুন্ডের একটি গোল অফসাইডের খাড়ায় বাতিল হলে স্কোরলাইনে আর পরিবর্তন আসেনি।

মতামত দিন