খেলা-ধুলা

পদক জয়ে সবার উপরে যুক্তরাষ্ট্র

বেইজিং অলিম্পিকের পর আবার শীর্ষে থেকে শেষ করার দারুণ সুযোগ ছিল চীনের। কিন্তু শেষ দিনে তা হতে দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র।প্যারিস অলিম্পিকে শীর্ষস্থান দখলের লড়াইয়ে শেষ পর্যন্ত চীনকে পেছনে ফেলেছে যুক্তরাষ্ট্র। সব ইভেন্ট শেষে সমান ৪০টি স্বর্ণ পদক জিতেছে দুই দেশই। তবে সর্বোচ্চ ১২৬ পদক নিয়ে টেবিলের শীর্ষস্থানে থেকে আসর শেষ করেছে যুক্তরাষ্ট্র।

৪০টি স্বর্ণের সাথে ৪৪ রৌপ্য আর ৪২টি ব্রোঞ্জ নিয়ে প্রথমস্থানে যুক্তরাষ্ট্র। একমাত্র দেশ হিসেবে শতোর্ধ্ব পদকের দেখা পেয়েছে তারা। ৪০ স্বর্ণ, ২৭টি করে রৌপ্য ও ২৪টি ব্রোঞ্জ সহ মোট ৯১ পদক নিয়ে দ্বিতীয় স্থানে আছে চীন। ২০ স্বর্ণের পাশাপাশি ১২ সিলভার ও ১৩টি ব্রোঞ্জ সহ মোট ৪৫ পদক নিয়ে তৃতীয় স্থানে থেকে শেষ করেছে জাপান। ১৮টি স্বর্ণের সাথে ১৯টি সিলভার আর ১৬টি ব্রোঞ্জ সহ মোট ৫৩ পদক নিয়ে চতুর্থ স্থানে অস্ট্রেলিয়া।

এদিকে ১৬টি স্বর্ণ, ২৬টি রৌপ্য ও ২২টি ব্রোঞ্জ সহ মোট ৬৪ পদক জিতে তালিকার পাঁচ নম্বরে স্বাগতিক ফ্রান্স। এছাড়া ১৫টি স্বর্ণপদক জিতেছে নেদারল্যান্ডস; ১৪টি ও ১৩টি করে স্বর্ণ জিতেছে গ্রেট ব্রিটেন ও দক্ষিণ কোরিয়া।

মতামত দিন