বিজ্ঞান ও প্রযুক্তি

নতুন ফাস্ট চার্জার উন্মোচন বেজআজের

আইফোন ১৬ ও প্রো সিরিজের জন্য ৪৫ ওয়াটের নতুন ফাস্ট চার্জার উন্মোচন করেছে বেজআজ। জিএএন৬ প্রো ১সি ৪৫ওয়াট চার্জার নামে এটি আনা হয়েছে। পিডি ৩.০ প্রযুক্তিনির্ভর চার্জারটি দ্রুত চার্জিং সুবিধা দিয়ে থাকে। ফলে কম সময়ে ব্যবহারকারী র‌্যাপিড চার্জিংয়ের সুবিধা পাবে।বেজআজ জিএএন৬ প্রো চার্জারে অ্যাপলের চতুর্থ প্রজন্মের পিআই চিপ ব্যবহার করা হয়েছে। ফলে এটি ৯৩ শতাংশ বেশি সক্ষমতার সঙ্গে চার্জিং ‍সুবিধা দিতে পারে। এর ওজন মাত্র ৮৩ দশমিক ৬ গ্রাম। টাইপ সি আউটপুটের মাধ্যমে এটি ৪৫ ওয়াট পর্যন্ত চার্জিং সুবিধা দিয়ে থাকে।

চার্জারটি একাধিক চার্জিং প্রটোকল সাপোর্ট করে থাকে। এর মধ্যে রয়েছে পিডি ৩.০, কিউসি ৩.০, এএফসি, এফসিপি ও পিপিএস। ফলে আইফোন ১৬ সিরিজ ছাড়াও বিভিন্ন মডেলের ডিভাইসে চার্জারটি ব্যবহার করা যাবে।প্রাপ্ত তথ্যানুযায়ী, চার্জারটিতে তিন লেয়ারের সেফটি প্রটেকশন বা নিরাপত্তা রয়েছে। ফলে কোনো দুর্ঘটনার ভয় ছাড়াই নিরাপদে ডিভাইস চার্জ দেয়া যাবে। নিরাপত্তা স্তরের মধ্যে শর্ট সার্কিট, ওভারকারেন্ট, ওভারভোল্টেজ, স্ট্যাটিক ও ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্স রয়েছে। এছাড়াও চার্জার শেলের জন্য ফায়ারপ্রুফ প্রটেকশন রয়েছে।ডিজাইনের দিক থেকে স্টেলার টাইটেনিয়াম, স্টারলাইট গোল্ড, ব্রাইট মুন হোয়াইট ও স্টারি ব্ল্যাক এ কয়েকটি রঙে চার্জারটি পাওয়া যাবে। চার্জারে ষষ্ঠ প্রজন্মের গ্যালিয়াম নাইট্রাইড প্রযুক্তি রয়েছে। এটি দ্রুত সময়ের মধ্যে চার্জিং সক্ষমতা নিশ্চিতে সহায়তা করে।

চার্জ দেয়ার সময় তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য জিএএন৬ প্রো তে চার স্তরের টেম্পারেচার কন্ট্রোল সিস্টেম রয়েছে। বেজআজের দাবি নতুন চার্জারটি মাত্র ৩৫ মিনিটে আইফোন ১৬ প্রো ম্যাক্সকে ৬২ শতাংশ চার্জ করতে পারবে।বেজআজ জিএএন৬ প্রো ফাস্ট চার্জারের মূল্য ১৪৬ ইউয়ান বা ২০ ডলার। তবে শুরুর দিকের গ্রাহকরা ছাড়মূল্যে ৯১ ইউয়ান বা ১৩ ডলারে এটি কিনতে পারবেন।

মতামত দিন