জামালপুর

জামালপুর-৪ এ বাবার আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী মেয়ে আরুণী

জামালপুর  প্রতিনিধি:
২৬ বছর পর হঠাৎ করেই বাবার বাড়িতে এসে জামালপুর-৪ আসনে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী হয়েছেন সালিমা বেগম আরুণী। আরুণী বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের একমাত্র সন্তান। ভোটের বা রাজনীতির মাঠে একেবারেই অপরিচিত একটি মুখ তিনি। এতো বছর পরে জামালপুরের সরিষাবাড়িতে এসে প্রার্থীতা ঘোষনা করায় তাকে অতিথি প্রার্থী বা বসন্তের কোকিল বলছেন স্থানীয় ভোটাররা। 

সরিষাবাড়ির নেতাকর্মীরা জানান- ১৯৯৯ সালের ২০ আগস্ট মারা যায় বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার । এরপর থেকে প্রতিবছর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম প্রয়াত আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কবর জিয়ারত, দোয়া মাহফিল, আলোচনা সভা ও কাঙালী ভোজের আয়োজন করেন। আর বিএনপির সাবেক মহাসচিবের কবরের মেরামতের কাজ করে আসছেন উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শিল্পী নাদিম তালুকদার। 

এই দীর্ঘ সময় ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের পরিবারের কাউকেই সরিষাবাড়িতে দেখা যায়নি। বিশেষ করে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের মেয়ে আরুণী কখনোই সরিষাবাড়িতে আসেনি। দলীয় কোনো কর্মকান্ড বা তাঁর বাবা আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী পালন করতেও আসেননি তিনি।

দলীয় নেতা কর্মীরা জানান- ২০২৪ সালের ৫ আগস্টের পরেও আসেননি আরুণী। ২৬ বছর পর চলতি বছরের ২০ আগস্ট ব্যরিস্টার আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীর দিন সরিষাবাড়িতে আসেন আরুণী। এরপর তিনি নিজেকে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী হিসেবে ঘোষনা দেন। তবুও এখন তিনি বেশিরভাগ সময় পার করছেন রাজধানী ঢাকাতে। জেলা বিএনপির সম্মেলনের দিন জামালপুরে এবং মাঝে মধ্যে কয়েকটি শুক্রবারে সরিষাবাড়িতে দেখা গেছে তাকে।  

সরিষাবাড়ি উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবু  বলেন-‘আমরা যাকে চিনি না, জানি না। তিনি আজ এমপি মনোনয়ন প্রত্যাশী। টানা ১৭ বছর আমরা হামলা- মামলার শিকার হয়েছি। পালিয়ে থেকেছি। তখন তাকে আমরা দেখতে পায়নি। কাছে পায়নি। তিনি দীর্ঘদিন মৃত্যুবার্ষিকীতে বাবার কবরটাও জিয়ারত করতে আসেনি।’

সরিষাবাড়ি পৌর বিএনপির জহুরুল ইসলাম পিন্টু বলেন- ‘এমন ব্যক্তিই এমপি  বা এমপি মনোনয়ন প্রত্যাশী হবেন। যিনি সবসময় আমাদের পাশে ছিলো, আছে এবং থাকবে। হঠাৎ করে আসলেই কি এমপি হওয়া যায়। আর তার সাথে যাদের আমরা দেখতে পাচ্ছি। তাদের অধিকাংশই বিএনপির সাথে সরাসরি সম্পৃক্ত নয়। তারা সুযোগ পেয়ে ফায়দা লুটার চেষ্টা করছে।’

এসব বিষয়ে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী মোবাইল ফোনে বলেন-‘আমি এসেছিলাম, বাবার কবরও জিয়ারত করেছিলাম। মাঝখানে বেশ কিছু দিনের একটি গ্যাপ হয়েছিলো। এখন আবার আসছি, সামনেও আসবো। এই অভিযোগটি সবার নয়। মুষ্টি ম্যায় কিছু ব্যক্তির। এটি আমার চিন্তার বিষয় নয়।’ 

বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের মেয়ে সালিমা বেগম আরুণী ও লেভেলে পড়াশোনা শেষ করে ইন্টোরিয়র ডিজাইনের উপর ডিপ্লোমা করেন। নোয়াখালী জেলায় তার বিয়ে হয় এবং পরিবার নিয়ে রাজধানী ঢাকার ডিএচইউ-এ বসবাস করেন তিনি।

মতামত দিন