থাইল্যান্ডের বিপক্ষে লাল-সবুজের বিশাল জয়
গতবছর আয়ারল্যান্ডের বিপক্ষে ১৫৪ রানের জয়টি ছিল ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড। সেটা ভেঙে দিলেন নিগার সুলতানা জ্যোতিরা। ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে থাইল্যান্ডের মেয়েদের বিপক্ষে ১৭৮ রানের বিশাল জয় তুলেছেন লাল-সবুজের মেয়েরা। রানের দিক থেকে যা বাংলাদেশের সর্বোচ্চ ব্যবধানে জয়।লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে বৃহস্পতিবার বিশ্বকাপ বাছাইয়ে টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠান থাইল্যান্ড অধিনায়ক নারুয়েমল চাইওয়াই। নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭১ রানের সংগ্রহ গড়েছে টিম টাইগ্রেস। ওয়ানডেতে টাইগ্রেসদের এটি সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। গতবছর মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৫২ রান ছিল বাংলাদেশের আগের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।জবাবে ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌসের আগুনে বোলিংয়ে ২৮.৫ ওভারে কেবল ৯৩ রানে গুটিয়ে গেছে থাই মেয়েরা। দুই টাইগ্রেসই ৫টি করে উইকেট শিকার ধরেছেন। দুজনেরই ক্যারিয়ারসেরা বোলিং।
বাংলাদেশের দেয়া ২৭২ রানের লক্ষ্যে শুরুতে ভালো করলেও ৩৮ রানের মাথায় প্রথম উইকেট হারায় থাইল্যান্ড। ২৬ বলে ২২ রান করে চানিদা সুথিরুয়াং আউট হলে একের পর এক উইকেট হারাতে থাকে তারা। বাকিদের আসা-যাওয়ার মাঝে শুধু নাত্তায়া বুচাথাম (২২) ও অধিনায়ক নারুয়েমল চাইওয়াই (১৫) পৌঁছান দুই অঙ্কের ঘরে। ৯৩ রানে আটকে যায় থাইল্যান্ড।বল হাতে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন ফাহিমা। ৫ ওভারে কেবল ৭ রানে শিকার করেছেন ৫ উইকেট। লেগ স্পিনারের আগের সেরা বোলিং ছিল ৩৮ রান ৩ উইকেট। অন্যদিকে বাংলাদেশের হয়ে তৃতীয় ম্যাচে এসে প্রথমবার বল হাতে নিয়েই আগুন ঝরান জান্নাতুল। ৮.৫ ওভারে ২১ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট।এর আগে শুরুটা খুব বেশি ভালো ছিল না বাংলাদেশের। ১৫ রানে ইসমা তানজিমকে হারিয়ে বিপাকে পড়ে দল। সেখান থেকে দারুণভাবে হাল ধরেন আরেক ওপেনার ফারজানা হক ও তিনে নামা শারমিন আক্তার।
ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে ৮২ বলে ফারজানা আউট হন। জুটিতে আসে ১০৪ রান। শেষে আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে শারমিনকে। একপ্রান্ত থেকে উইকেট ধরে রানের চাকা সচল রেখে শেষপর্যন্ত ১২৬ বলে ৯৪ রান করে অপরাজিত থাকেন তিনি। দারুণ ইনিংসটিতে ৪টি চার হাঁকান।
এদিন মারকুটে ইনিংস খেলেছেন জ্যোতি। ৮০ বলে তার ব্যাট থেকে আসে ক্যারিয়ারসেরা ১০১ রান। ১৫টি চার ও এক ছক্কায় সাজান ইনিংস। ইনিংসের শেষ বলে বাউন্ডারি মারতে গিয়ে আদিসারা সুওয়ানচোনথির হাতে ধরা পড়েন তিনি। ৩ উইকেট হারিয়ে ২৭১ রানে থামে বাংলাদেশ। শারমিন ও জ্যোতির জুটিতে এসেছে ১৫২ রান। এটিও রেকর্ড। আগের রেকর্ড ছিল শারমিন আক্তার ও ফারজানা হকের জুটিতে আসা ১৪৩ রান, আইরিশ মেয়েদের বিপক্ষে মিরপুরে।থাইল্যান্ডের হয়ে একটি করে উইকেট নেন ফন্নিতা মায়া, থিপাচা পুথাওং ও অনিচা।
মতামত দিন