অন্যান্য

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

দুই মাসেরও কম সময়ের মধ্যে চলতি বছরের দেশের ১১টি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবছর মোট পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ এবং জিপিএ -৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।আজ (১০ জুলাই) বৃহস্পতিবার বেলা ২টা থেকে সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠানে ফল প্রকাশ করা হয়। ওয়েব সাইটেও বেলা ২টা থেকে ফল পাওয়া যাচ্ছে।ঢাকা বোর্ডে পাসের হার ৬৭ দশমিক ৫১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩৭ হাজার ৬৮ জন। রাজশাহী বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন। কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯০২ জন। যশোর বোর্ডে পাসের হার ৭৩ দশমিক ৬৯ শতাংশ  জিপিএ ৫ পেয়েছে ১৫ হাজার ৪১০ জন। চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৭২ দশমিক ০৭ শতাংশ জিপিএ পাঁচ পেয়েছে ১১ হাজার ৮৪৩ জন।এছাড়া, বরিশাল বোর্ডে পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ, জিপিএ পাঁচ পেয়েছে ৩ হাজার ১১৪ জন। সিলেট বোর্ডে পাসের হার ৬৮ দশমিক ৫৭ শতাংশ, জিপিএ পাঁচ পেয়েছে ৩ হাজার ৬১৪ জন। দিনাজপুর বোর্ডে পাসের হার ৬৭ দশমিক ০৩ শতাংশ, জিপিএ পাঁচ পেয়েছে ১৫ হাজার ৬২ জন। ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ২২ শতাংশ, জিপিএ পাঁচ পেয়েছে ৬ হাজার ৬৭৮ জন।

এদিকে মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬৮ দশমিক ০৯ শতাংশ জিপিএ পাঁচ পেয়েছে ৯ হাজার ৬৬ জন। কারিগরি বোর্ডে পাসের হার ৭৩ দশমিক ৬৩ শতাংশ জিপিএ পাঁচ পেয়েছে ৪ হাজার ৯৪৮ জন। শতভাগ পাস করেছে এমন প্রতিষ্ঠান ৯৮৪টি এবং শূন্য পাস প্রতিষ্ঠান ১৩৪টি।

৯টি সাধারণ শিক্ষাবোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের ফলাফল নিজেদের মতো করে প্রকাশ করেছে। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় প্রায় ১৯ লাখ শিক্ষার্থী।

ওয়েব সাইট ছাড়াও নির্ধারিত শর্ট কোড এক ছয় দুই দুই দুই (১৬২২২)-তে এসএমএসের মাধ্যমে ফলাফল পাওয়া যাবে। ফল প্রকাশের পর ফল পুনর্নিরীক্ষণের জন্য ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে।

যেভাবে ফল জানা যাবে
অনলাইন পদ্ধতি: ফল জানতে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার সন, বোর্ড, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল পাওয়া যাবে।
প্রতিষ্ঠানভিত্তিক ফল: প্রতিষ্ঠানপ্রধানরা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে ‘রেজাল্ট কর্নার’ থেকে ফলাফল ডাউনলোড করতে পারবেন।
এসএমএস পদ্ধতি: টেলিটক সিম ব্যবহার করে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে—
SSC <space> বোর্ডের ইংরেজি প্রথম তিন অক্ষর <space> রোল নম্বর <space> ২০২৫
এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ: SSC DHA 123456 2025 → পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
ফল পুনর্নিরীক্ষার সুযোগ
ফলে সন্তুষ্ট না হলে শিক্ষার্থীরা খাতা চ্যালেঞ্জ করার সুযোগ পাবে। ১১ জুলাই (শুক্রবার) থেকে ১৭ জুলাই পর্যন্ত টেলিটক মোবাইলের মাধ্যমে এ আবেদন করা যাবে।

আবেদনের জন্য ফরম্যাট:

উদাহরণ: RSC DHA 123456 101,107 → পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

মতামত দিন