'সিংহম এগেইন' মুক্তি স্থগিত
রোহিত শেঠি পরিচালিত 'সিংহম এগেইন' সবসময়ই খবরে থাকে। এই সিনেমাটি, ১৫ অগাস্ট মুক্তি পাওয়ার কথা ছিল। তবে কিছু কারণে তা স্থগিত করা হয়। দীপাবলি উপলক্ষে প্রেক্ষাগৃহে আসার কথা ছবিটির। যেখানে দেখা যাবে অজয় দেবগন, জ্যাকি শ্রফ, অর্জুন কাপুর, কারিনা কাপুর, দীপিকা পাডুকোন, রণবীর সিং-এর মতো অনেক অভিনেতাদের। এই ফ্র্যাঞ্চাইজির প্রথম দুটি ছবি অনেকেরই পছন্দ হয়েছিল এবং এখন এর তৃতীয় পার্টটিও আকর্ষণীয় হবে বলেই অনেকেই মনে করেন। বর্তমানে এর ক্লাইম্যাক্স দৃশ্য ফাঁস হয়েছে। যেখানে লড়াই করছেন অজয় দেবগন ও জ্যাকি শ্রফ। আর রোহিত শেঠি কাঁধে ভারী ক্যামেরা নিয়ে শ্যুটিং করছেন।
অজয় দেবগন এবং রোহিত শেট্টি একসঙ্গে অনেক ছবি করেছেন। 'সিংহম এগেইন'-এও একসঙ্গে কাজ করছেন তাঁরা। মাল্টিস্টারার ছবি হওয়ায় এই ছবিটি নিয়ে দর্শকরা খুবই উচ্ছ্বসিত। কাউকে ভিলেনের চরিত্রে, আবার কাউকে পুলিশের চরিত্রে দেখা যাবে পর্দায়। জ্যাকি শ্রফ এবং অজয় দেবগন যখন জম্মু ও কাশ্মীরে এই ক্লাইম্যাক্স দৃশ্যটি শ্যুট করেছিলেন, তখন কিছু ছবি প্রকাশিত হয়েছিল। কিন্তু, এখন ফাঁস হয়ে গিয়েছে পুরো লড়াইয়ের দৃশ্য।
মতামত দিন