জামালপুর

কোটা সংস্কারের দাবিতে জামালপুরের ট্রেন অবরোধ

কোটা সংস্কারের দাবিতে জামালপুরের সদর উপজেলায় ট্রেন অবরোধ করছেন সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (১৭ জুলাই) দুপুরে জামালপুর পৌরসভার পাঁচরাস্তা সংলগ্ন শেখেরভিটা এলাকায় এ কর্মসূচি পালন করছেন তারা।

স্থানীয় ও সাধারণ ছাত্র সূত্র জানায়, সকাল থেকেই জামালপুর মির্জা আজম চত্বরে একে একে জড়ো হতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা। এরপর সেখানে ঘণ্টাখানেক রাস্তা অবরোধ করার পর শেখেরভিটা এলাকায় গিয়ে গাড়ি অবরোধ করে রাখেন। পরে ট্রেনটি ছেড়ে দেওয়া হয়। এরপর আশেক মাহমুদ কলেজ এলাকায় ছাত্রলীগের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

আন্দোলনরত ছাত্ররা জানান, কোটার যৌক্তিক একটা সমাধান চান তারা। এটি যতক্ষণ সংস্কার না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন।
জামালপুর সদর থানার ওসি মোহাম্মদ মোহব্বত কবীর বলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

মতামত দিন