জামালপুর-৫ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ গ্রেফতা
প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব ও জামালপুর-৫ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতারের বিষয়টি জানায় ডিবি।তবে তাৎক্ষণিকভাবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি।
প্রসঙ্গত, বিগত শেখ হাসিনা সরকারের সময় একাধিক মন্ত্রণালয়ের সচিবের দায়তব পালন করেন তিনি। তাছাড়া, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব এবং মুখ্য সচিবের দায়িত্বও পালন করেছেন তিনি।
তাছাড়া, সবশেষ জাতীয় নির্বাচনে জামালপুর-৫ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। গণঅভ্যুত্থানের পর সংসদ বিলুপ্ত হলে এমপি পদ হারান তিনি।
মতামত দিন