জাতীয়

সাফজয়ী নারীদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা

ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ। শিরোপা ধরে রাখা নারীদের নিয়ে আনন্দে ভাসছে দেশের আপামর ফুটবল ভক্তরা।  সাফজয়ী নারীরা দেশে ফিরবেন  বৃহস্পতিবার (৩১ অক্টোবর)। দেশে ফেরার পর নারী দলকে সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।এদিকে সাফজয়ী নারীদের মুঠোফোনে শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।  নারীরা দেশে ফিরলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে বিকেলে তাদের সঙ্গে দেখা করবেন তিনি।

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বুধবার (৩০ অক্টোবর) নেপালকে ২-১ ব্যবধানে হারিয়ে সাফের শিরোপা ধরে রাখল বাংলার নারীরা। টানা দ্বিতীয়বার বাংলাদেশের কাছে হেরে সাফ জয়ের স্বপ্ন অধরাই রয়ে গেল নেপালের। সবমিলিয়ে, নেপাল হারল টানা তৃতীয় সাফের ফাইনালে। 

বাংলাদেশের পক্ষে গোল করেন মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। গত আসরের ফাইনালেও নেপালকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছিল বাংলাদেশ। 

মতামত দিন