জামালপুর

সরিষাবাড়ী উপজেলা ছাত্র ইউনিয়নের সম্মেলনে দুর্বৃত্তদের হামলা

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা ছাত্র ইউনিয়নের সম্মেলনে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এতে এক সাংবাদিকসহ প্রায় ২০ জন আহত হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার পোগলদিঘা ডিগ্রী কলেজের অডিটরিয়ামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ডেইলি স্টারের জামালপুর প্রতিনিধি শহিদুল ইসলাম, বাংলাদেশ যুব ইউনিয়নের জামালপুর জেলা শাখার সভাপতি মাহবুব জামান ও সরিষাবাড়ী উপজেলা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক শাহরিয়ার সৈকতসহ ২০ জন নেতা-কর্মী।

আহতদের মধ্যে সাংবাদিক শহিদুল ইসলামকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার মোটরসাইকেলটিও নিয়ে যায় দুর্বৃত্তরা। ছাত্র ইউনিয়নের নেতা-কর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে উপজেলার পোগলদিঘা ডিগ্রী কলেজের অডিটরিয়ামে ছাত্র ইউনিয়নের সম্মেলন আয়োজন করা হয়। সন্ধ্যায় ওই অডিটরিয়ামে অধিবেশন চলাকালীন সময় একদল দুর্বৃত্ত লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে অধিবেশনটি ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর হামলাকারীরা ছাত্র ইউনিয়নের যাকে-যেখানে পান মারধর করেন। এতে সাংবাদিকসহ প্রায় ২০ জন আহত হন।

সাংবাদিক শহিদুল ইসলাম বলেন, ছাত্র ইউনিয়নের অধিবেশনের সংবাদ কাভার করার জন্যে দাওয়াত করে। ওই সংবাদ সংগ্রহের জন্যে আমি ওই কলেজের অডিটরিয়ামে যাচ্ছিলাম। এ সময় রাস্তা লোকজনকে ছুটাছুটি করতে দেখি। কোন কিছু বুঝে উঠার আগেই হামলাকারীরা আমাকেও মারধর করতে শুরু করে। আমি সংবাদকর্মী পরিচয় দেওয়ার পরও লাঠি দিয়ে আমার মাথায় ও সারা শরীরে আঘাত করে। পরে আমার মোটরসাইকেলটিও তারা নিয়ে যান।

জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রেদোয়ান খন্দকার মাহিন বলেন, স্বৈরাচার হাসিনা সরকার পতনের পর অনেক ছাত্র-ছাত্রী ছাত্র ইউনিয়নের দিকে ঝুঁকেছে। এই অংশ হিসেবে উপজেলা ছাত্র ইউনিয়নের কাউন্সিল অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের জমায়েত দেখে এটিকে ছাত্রলীগের অনুষ্ঠান মনে করে একদল দুষ্কৃতিকারী অতর্কিত হামলা করে। হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি করেন তারা।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁন মিয়া বলেন, ওই সম্মেলনের বিষয়টি আমাদের অবগত করা হয়নি। তারা সেখানে গোপনে অনুষ্ঠানটির আয়োজন করেছিল। হামলার বিষয়টি শুনে পুলিশ পাঠানো হয়েছিল। সাংবাদিকসহ কয়েকজন আহত হয়েছেন। আমি হাসপাতালে আহত ওই সাংবাদিককে দেখতে গিয়েছিলাম। এই বিষয়ে লিখিত অভিযোগ দেয়া হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতামত দিন