জামালপুর

জামালপুরে গাজায় গণহত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

তানিয়া আক্তার-
গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও উপর্যপুরি বিমান হামলার প্রতিবাদে  জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিকাল সাড়ে ৪ টায় শহরের পুরাতন পৌরসভা গেইট মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধানসড়ক প্রদক্ষিণ শেষে বকুলতলায় গিয়ে  শেষ হয়।  বিক্ষোভ সমাবেশে আগে জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল এর পরিচালনায় বক্তব্য রাখেন  জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য মাওলানা আব্দুস সাত্তার,  শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি এডভোকেট আছিমুল ইসলাম, শহর আমীর খন্দকার মুকাদ্দাস আলী, সদর আমীর হাফেজ শরীফুল ইসলাম।

বক্তারা বলেন, অনতিবিলম্বে গাজায় গণহত্যা হামলা বন্ধ করতে হবে, জাতিসংঘের অধীনে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার বিচার করতে হবে। আজ সারা বিশ্বের মানুষ ইসরাইলের বিরুদ্ধে  ঐক্যবদ্ধ হয়েছে, তাদের পণ্যের তালিকা করে সেসব পণ্য বর্জন করতে হবে । সারা বিশ্বের মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ করে আলাদা জাতীয় সংগঠনের আহ্বান জানান তারা।এর আগে নিরীহ ফিলিস্তিনীদেরকে নির্মমভাবে গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী  মজলুম গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

দুপুর ২ টায় শহরের মডেল মসজিদ থেকে মিছিল বের করা হয়। পরে স্থানীয় বকুলতলা চত্বরে গিয়ে শেষ।সেখানে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখে হেফাজতে ইসলামী বাংলাদেশ জামালপুরের সভাপতি মাওলানা আবুল কাশেম, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ আলী খান,  এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন।

মতামত দিন