বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অফিসে ভাঙচুর
জামালপুরের বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের গাড়িতে আগুন দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। রোববার (৪ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দেশব্যাপী চলমান বৈষম্যবিরোধী অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে এক দফা দাবিতে সকাল থেকে মাঠে নামে আন্দোলনকারী শিক্ষার্থীরা। উপজেলার নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মালিবাগ মোড়ে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটায়। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা কার্যালয় ছেড়ে চলে যান।অন্যদিকে উপজেলা চত্বরের সামনে থাকা বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান মাসুম প্রামানিকের গাড়িতে আগুন দেয় আন্দোলনকারীরা।
বকশিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাত বলেন, উপজেলা গেটে থাকা বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের গাড়ি আগুন দেয় আন্দোলনকারীরা। তবে কোনো ভবনে আগুন লাগেনি।
এ ছাড়াও জামালপুরের মাদারগঞ্জ, সরিষাবাড়িতে আন্দোলন করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা।
মতামত দিন