খেলা-ধুলা

সোনা সোনার পদকটি জিতেছেন জকোভিচ

টেনিসের ক্যারিয়ারের সব অর্জনই ছিল তার দখলে। ছিল না শুধু অলিম্পিকের সোনা। এবার সেই সাফল্যও ঢুকল নোভাক জকোভিচের ঝুলিতে। আজ প্যারিসে পুরুষদের এককের ফাইনালে কার্লোস আলকারাজকে ৭-৬, ৭-৬ গেমে হারিয়ে আরাধ্য সোনার পদকটি জিতেছেন এই সার্বিয়ান।

ঝুলিতে ২৪টি গ্র্যান্ড স্ল্যাম থাকলেও সেই সম্মানের জন্য যে জকোভিচ কতটা মরিয়া ছিলেন, তার প্রমাণ পাওয়া গেল ম্যাচ শেষের পর। টেনিসের লাল কোর্টেই কান্নায় ভেঙে পড়লেন তিনি। তারপর কিছুটা সামাল হয়ে সার্বিয়ার পতাকা হাতে নিয়ে সোজা চলে গেলেন দর্শক আসনের দিকে। 
অন্যদিকে আলকারাজের চোখেও তখনও দুঃখের কান্না। ২১ বছর বয়সী তারকা চলতি বছরে উইম্বলডন, ফ্রেঞ্চ ওপেন জিতলেও অলিম্পিকে সোনা জেতা হল না।

মতামত দিন