জামালপুর

কারা মুক্ত বাবু

জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু এক বছর পর কারাগার থেকে মুক্ত হয়েছেন।

বুধবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে জামালপুর জেলা কারাগার থেকে বের হন তিনি।

গত ৩০ জুন সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুকে জামিন দেয় হাইকোর্টের একটি বেঞ্চ। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চ এ আদেশ দেন। ওই আদেশে বিকেলে জেলা কারাগার থেকে মুক্ত হয় মাহমুদুল আলম বাবু।
এর আগে, ৮ মে হাইকোর্টের এই দ্বৈত বেঞ্চ মাহমুদুল আলম বাবুকে কেনো জামিন দেওয়া হবে না, মর্মে রুল জারি করেন। ৩০ জুন ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে তার জামিন দেন হাইকোর্ট।

জামালপুর জেলা কারাগারের জেলার আবু ফাত্তাহ বলেন, ওই আসামিকে হাইকোর্ট থেকে জামিন দেওয়ার কাগজটি আজ কারাগারে আসে। এরপর বিকেলে তিনি কারাগার থেকে বের হয়ে যান। হাইকোর্ট তাকে মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত জামিন দিয়েছেন।

উল্লেখ্য, মাহমুদুল আলম বাবু জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (পরে বহিষ্কৃত) ছিলেন। তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে গত বছর ১৪ জুন রাতে বাবুর নেতৃত্বে দুর্বৃত্তরা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেঁতলে গুরুতর আহত করে। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

হত্যার এ ঘটনায় নাদিমের স্ত্রী মনিরা বেগম ওই বছরের ১৭ জুন বকশীগঞ্জ থানায় ২২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর এ হত্যা মামলায় এখন পর্যন্ত বাবুসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মতামত দিন