নেতাকর্মী ও সমর্থকদের ভালোবাসায় সিক্ত বিএনপি নেতা লাঞ্জু
সোমবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে এক বিশাল মটরবাইকের বহর নিয়ে মাদারগঞ্জ উপজেলায় প্রবেশ করেন উপজেলা বিএনপি’র সাবেক সফল সভাপতি জনাব,মোঃফায়েজুেল ইসলাম লাঞ্জু।এ সময় তাকে এক নজর দেখতে পুরো উপজেলার বিভিন্ন ওয়ার্ড ,ইউনিয়ন থেকে ছুটে আসেন নেতা কর্মী ও তার শুভাকাঙ্ক্ষীরা।দীর্ঘ প্রবাস জীবন শেষে ফিরছেন নিজ উপজেলায় মাদারগঞ্জে । এ নিয়ে নির্বাচনী এলাকা জামালপুরের মেলান্দহ মাদারগঞ্জ উপজেলার নেতাকর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।
জনাব লাঞ্জু বিগত ১৬ বছরে স্বৈরাচারী সরকারের নির্যাতন-নিপীড়নে নিষ্পেষিত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সকল নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন আমি গত নির্বাচনের পুর্বে মিথ্যা মামলা থেকে জামিন নিয়ে খুনি স্বৈরাচার হাসিনা র দোসর কুখ্যাত সন্ত্রাসী কিলার মির্জা আজমের গুম, খুনের ভয়ে স্বেচ্ছায় প্রবাস কারাগারে যাই আজ ফ্যাসিবাদ পতনের পর দেশে ফিরে এসেছি এখন থেকে জাতীয়তাবাদী দল বিএনপি এক সাথে কাজ করব, কেউ কাউকে আঘাত করে কথা বলব না । জনাব লাঞ্জু বলেন, আমাদের প্রিয় নেতা তারুণ্যের অহংকার তারেক রহমান যাকে মনোনয়ন দিবেন আমরা তার পক্ষে কাজ করব ইনশাল্লাহ।আর কেউ কোন ধরনের চাঁদাবাজি ও লুটপাট করবেন না আইন নিজের হাতে তুলে নিবেন না। জাতীয়তাবাদী দলের নামে কেউ কোন নৈরাজ্য সৃষ্টি করলে আমাকে জানাবেন আমি আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ। স্বৈরাচার আওয়ামী লীগের মত মানুষ হত্যা,গুম, খুন, লুটপাট,করলেই নেতা হওয়া যাই না ,এ বলে সকল নেতাকর্মীদের সাবধান করে সবাইকে সচেতেন থাকতে বলেন।
বিএনপির এ নেতাকে স্বাগত জানিয়ে ব্যানার-ফেস্টুনে মাদারগঞ্জ উপজেলার সড়ক-উপসড়ক ছেয়ে ফেলেছেন জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।এ সফরে ফায়েজুেল ইসলাম লাঞ্জু তার নিজ বাডিতে অবস্থান করবেন বলে জানা গেছে ।
মতামত দিন