বিনোদন

দীর্ঘদিন পর স্টেজে ফিরছে ব্যান্ড অর্থহীন

দীর্ঘদিন পর স্টেজে ফিরছে ব্যান্ড অর্থহীন। ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামে ২৭ সেপ্টেম্বর ঢাকায় পারফর্ম করবে দলটি। দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়ছেন অর্থহীনের দলনেতা ও ভোকাল সাইদুস সালেহীন সুমন। তাঁর অসুস্থতার কারণে মঞ্চে নিয়মিত দেখা যায় না দলটিকে।
গত জুলাইতেও ব্যাংককের একটি হাসপাতালে সুমনের দুই পা ও চোখে সার্জারি হয়েছে। হাসপাতালের বেড থেকেই ফেসবুকে সুমন জানিয়েছিলেন, সেপ্টেম্বরে স্টেজে ফিরবে অর্থহীন। সেই কথামতোই পূর্বাচলের ঢাকা অ্যারেনায় লিজেন্ডস অব দ্য ডেকেড কনসার্ট দিয়ে বিরতি কাটিয়ে মঞ্চে ফিরছে অর্থহীন ও বেজবাবা।
শুক্রবার কনসার্টের সহ-আয়োজক গেট সেট রকের ওয়েবসাইটে অর্থহীনের নাম ঘোষণা করা হয়। অর্থহীনের ফেসবুক পেজেও স্টেজে ফেরার ইঙ্গিত দিয়ে লেখা হয়েছে, ‘অদ্ভুতরা রেডি হও’। বেজবাবা সুমনের পেজে লেখা হয়েছে ‘অর্থহীন আসছে’।লিজেন্ডস অব দ্য ডেকেড কনসার্ট দিয়ে দ্বিতীয়বারের মতো ঢাকায় গাইবে পাকিস্তানের ব্যান্ড জাল। এদিন দলটি উদ্‌যাপন করবে তাদের প্রথম অ্যালবাম প্রকাশের ২০ বছর। ২০০৪ সালের ২৭ সেপ্টেম্বর প্রকাশ পেয়েছিল জাল ব্যান্ডের প্রথম অ্যালবাম আদাত। এর আগে ২০১০ সালে ঢাকায় পারফর্ম করেছিল দলটি।কনসার্টটি যৌথভাবে আয়োজন করছে অ্যাসেন বাজ, গেট সেট রক ও জিরকোনিয়াম। ইতিমধ্যে গেট সেট রকের ওয়েবসাইটে শুরু হয়েছে টিকিট বিক্রি। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫০ টাকা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টের দিন বিকেল ৫টায় খোলা হবে গেট। আয়োজন শুরু হবে সন্ধ্যা ৬টায়।

মতামত দিন