মাদারগঞ্জে সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মোহাম্মদ শাহিন, মাদারগঞ্জ -
জামালপুরের মাদারগঞ্জে তিন ফসলী জমিতে সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ না করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জোড়খালি ইউনিয়নের কাইজার চর এলাকায় ৭৫০ একর কৃষি জমি রক্ষা সংগ্রাম কমিটির ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিতহয়। মানব বন্ধনে বক্তব্য রাখেন, বালিজুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শিবলুলবারী রাজু ,মাজহারুল ইসলাম,জাহাঙ্গীর আলম,আব্দুল কাদের প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন ২০২১ সালে কাইজারচরে সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মান প্রকল্প হাতে নেয় সরকার। এতে ভূয়া মৌজা তৈরি করা হয়। এছাড়াও তিন ফসলী জমিকে অকৃষি খাস জমি দেখিয়ে নীরিহ গ্রামবাসীদের কাছ থেকে জোরপূর্বক বন্দোবস্ত নেয়া হয়। এর প্রতিবাদ করলে এলাকার অনেকেই হামলা ও মামলার শিকার হতে হয়েছেন বলে জানান বক্তারা। এসব কাজের জন্য স্থানীয়রা সাবেক এমপি মির্জা আজমকে দায়ী করে তার বিচার দাবি করেন। এছাড়াও মানববন্ধনে বক্তারা কৃষকদের জমি দ্রত ফেরতসহ দোষীদের বিচারের দাবি জানান।
মতামত দিন