অন্যান্য

শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অভিযোগ

শেখ হাসিনাসহ ৩৪ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দিয়েছেন রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফাইয়াজের বাবা শহিদুল ইসলাম। গত ১৮ জুলাই গণভবনের সামনে পুলিশের গুলিতে নিহত হন ফাইয়াজ।
মঙ্গলবার ফারহানের বাবা শহিদুল ইসলাম ভুঁইয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দাখিল করেন। মামলার অন্য আসামিরা হলেন ওবায়দুল কাদের, আনিসুল হক, ব্যারিস্টার ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে শামস পরশ, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ওয়ালী আসিফ ইনান, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমারসহ ৩৪ জন। তাদের বিরুদ্ধে হত্যা-গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে। 
ফারহান ফাইয়াজের বাবা শহিদুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ সরকার পরিকল্পিত যে হত্যাকাণ্ড চালিয়েছে তার সুষ্ঠু বিচার অবশ্যই চাই।’ 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকউটর তাজুল ইসলাম বলেন, ‘এ ধরনের হত্যাকাণ্ডের তথ্য উপাত্ত সংগ্রহ করতে তথ্য ডেস্ক খোলা হয়েছে। অনুসন্ধান করে প্রসিকিউশন ব্যবস্থা নিবেন। ন্যায় বিচার নিশ্চিত করবে।’
গত ১৮ জুলাই আন্দোলনে সকাল থেকে ধানমন্ডি ২৭ নম্বর ও আসাদগেটের মধ্যবর্তী আড়ংয়ের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে পুলিশ গুলি ছুড়লে আহত হয় ফাইয়াজ। পরে তাকে ধানমন্ডি সিটি হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। পরে সিটি হাসপাতাল থেকে ফাইয়াজের মরদেহ নিয়ে যায় তার পরিবারের সদস্যরা।

মতামত দিন