জামালপুর

জামালপুরে ছাত্র-নাগরিকদের সঙ্গে মতবিনিময়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল জামালপুরে ছাত্র-নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে এই মতবিনিময় সভার আয়োজন করে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় সমন্বয়ক লুৎফর রহমান, সহ-সমন্বয়ক আরমানুল ইসলাম, সাকিবুল হাসান, আন্দোলনে নিহত সাফওয়ান আক্তারের বাবা আক্তারুজ্জামান লিটন প্রমুখ।
কেন্দ্রীয় সমন্বয়করা বলেন, সবাই মিলে গণঅভ্যুত্থান করা হয়েছে। গণঅভ্যুত্থানের উদ্দেশ্য রাষ্ট্র সংস্কার করা। তাই সবাইকে নিয়েই রাষ্ট্র সংস্কার করতে হবে। বর্তমান সরকার শুধু বৈষম্যবিরোধী আন্দোলনের সরকার নয়, এই সরকার সবার। এই সরকারকে টিকিয়ে রাখার দায়িত্বও সবার।এর আগে বেলা ১১টার দিকে কেন্দ্রীয় সমন্বয়করা বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও শেখ হাসিনা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। জামালপুর জেলা পরিষদের হল রুমে এই মতবিনিময় সভা হয়। এর পর পুলিশ সুপারের কার্যালয়ে গণঅভ্যুত্থানে হতাহতদের স্বজনের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সমস্যার কথা শোনেন তারা।

মতামত দিন