খেলা-ধুলা

মাঠে ফিরেই মেসির জোড়া গোল

অ্যাঙ্কেলের চোটের কারণে মাঠের বাহিরে ছিলেন মেসি। ৬২ দিন পর ফিরলেন মাঠে। মেজর লিগ সকারে ঘরের মাঠে প্রতিপক্ষ ফিলাডেলফিয়া। সেই ফিলাডেলফিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। জোড়া গোল করে দলের জয়ে অবদান রাখলেন মেসি।

খেলার দুই মিনিটের মাথায় পিছিয়ে পড়ে ইন্টার মায়ামি। মিকায়েল উরে’র গোলে এগিয়ে যায় ফিলাডেলফিয়া। এরপর ২৬ মিনিটে ইন্টার মায়ামিকে সমতায় ফেরান মেসি। লুইস সুয়ারেজের কাছ থেকে বল পেয়ে স্কোর শিটে নিজের নাম তোলেন এলএমটেন।এই গোলের ঠিক ৪ মিনিট পর মায়ামিকে আবারও আনন্দে ভাসান এই আর্জেন্টাইন তারকা। জর্ডি আলবার অ্যাসিস্ট থেকে গোল আদায় করে নেন মেসি।

ম্যাচের শেষের দিকে, ফিলাডেলফিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে মায়ামিকে ৩-১ ব্যবধানের জয় এনে দেন লুইস সুয়ারেজ। উল্লেখ্য, গত ১৫ জুলাই, কোপা আমেরিকার ফাইনালে অ্যাঙ্কেলের চোটের কারণে মাঠ থেকে ছিটকে যান লিওনেল মেসি।

মতামত দিন