বড় জয়ে শীর্ষস্থান মজবুত করলো হান্সি ফ্লিকের দল
স্প্যানিশ লা লিগায় চলতি মৌসুমে অপ্রতিরোধ্য গতিতেই ছুটছে বার্সেলোনা। যদিও উয়েফা চ্যাম্পিয়নস লিগের সবশেষ ম্যাচে মোনাকোর বিপক্ষে হারের হতাশা নিয়ে ফিরতে হয় হ্যান্সি ফ্লিকের শিষ্যদের। তবে লা লিগায় যথারীতি নিজেদের বিধ্বংসী রূপে মেলে ধরলো বার্সেলোনা। এবার তাদের আগুনে পুড়লো ভিয়ারিয়াল। রবার্ট লেভানদোভস্কি ও রাফিনহার জোড়া গোলে ৫-১ গোলের বড় জয়ে শীর্ষস্থান মজবুত করলো হান্সি ফ্লিকের দল।
রোববার (২২ সেপ্টেম্বর) নিজেদের ডেরায় বার্সেলোনাকে আতিথ্য জানায় ভিয়ারিয়াল। ম্যাচের শুরু থেকেই বল নিজদের দখলে রেখে আক্রমণের পসরা সাজায় বার্সেলোনা। যদিও ম্যাচের ৮ মিনিটে প্রথম সহজ সুযোগ পায় স্বাগতিকরা। বাম দিক থেকে সতীর্থের ক্রসে বক্সে হেড লক্ষ্যে রাখতে পারেননি ফরোয়ার্ড নিকোলাস পেপে। দুই মিনিট পর ইয়েরেমি পিনো বার্সেলোনার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি।
ম্যাচের ২০তম মিনিটে গোলের অপেক্ষা ফুরায় বার্সেলোনার। পাবলো তোরে দারুণ থ্রু বল বাড়ান বক্সে, প্রথম স্পর্শে ডান পায়ের শটে দলকে এগিয়ে নেন লেভানদোভস্কি। আট মিনিট পর আরেকটি গোল পেতে পারতেন তিনি। এবার কাছ থেকে তার প্রচেষ্টা ঠেকিয়ে দেন গোলরক্ষক।
৩৫তম মিনিটে দ্বিতীয় গোল পেয়ে যান লেভানদোভস্কি। ইয়ামালের ক্রসে দূরের পোস্টে এরিক গার্সিয়ার হেড গোলরক্ষক ঠেকানোর পর কাছ থেকে ওভারহেড কিকে জালে পাঠান এই পোলিশ স্ট্রাইকার। দুই মিনিট পর ব্যবধান কমায় ভিয়ারেয়াল। রক্ষণ অনেকটাই উন্মুক্ত হয়ে পড়েছিল বার্সেলোনার। বক্সে পেপের পাসে ঠিকানা খুঁজে নেন পেরেস। ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কাতালান ক্লাবটি।
দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে পেদ্রির পাসে বক্সের বাইরে থেকে শট নিয়ে দারুণ এক গোল করেন পাবলো। ৬৪তম মিনিটে ইয়ামাল ভিয়ারিয়ালের বক্সে ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। কিন্তু স্পট কিকে বল পোস্টে মারেন লেভানদোভস্কি।
এরপর ম্যাচের আলো কেড়ে নেন রাফিনহা। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড পাউ ভিক্তোরের পাস থেকে ৭৪ মিনিটে দেখা পান নিজের প্রথম গোলের। এর ৯ মিনিট পর লামিন ইয়ামালের থ্রু বল ধরে ভিয়ারিয়ালের কফিনে শেষ পেরেকটি মারেন তিনি।
৬ ম্যাচে ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বার্সা। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে শিরোপাধারী রিয়াল মাদ্রিদ। অন্যদিকে মৌসুমের প্রথম হারের স্বাদ পেয়ে ১১ পয়েন্ট পাঁচে আছে ভিয়ারিয়াল।
মতামত দিন