‘রিমান্ড’ এ মম
শুটিংয়ে ফিরেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ‘রিমান্ড’ নামের নতুন ধারাবাহিক নাটকে। এতে ডিবি পুলিশের ভূমিকায় দেখা যাবে তাকে। চলমান রাজনীতি নিয়ে করা এ ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করছেন আশফাকুর রহমান। মম বলেন, রাজনীতি ঘিরে ধারাবাহিকটির গল্প। এরইমধ্যে বেশ কিছুদিন শুটিং হয়েছে এর। আশা করছি প্রচার শুরু হলে দর্শকদের ভালো লাগবে নাটকটি।
মতামত দিন