আন্তর্জাতিক

আরজি করে পদে থাকা অভিযুক্তদের নাম চাইলো সুপ্রিম কোর্ট

সিবিআইয়ের কাছ থেকে তদন্তের আওতায় থাকা প্রভাবশালীদের নামের তালিকা চাইলো সুপ্রিম কোর্ট।সোমবার সর্বোচ্চ আদালতে জুনিয়র ডাক্তারদের পক্ষে আইনজীবী ইন্দিরা জয়সিং বলেন, তারা সিবিআইকে চারজনের নাম দিয়েছেন এবং তারা কোন পদে আছেন সেটাও জানিয়েছেন। এরা সকলেই ক্রাইম সিনে পুলিশ আসার আগে চলে গিয়েছিলেন। এদের মধ্যে কেউ কেউ রাজ্যের মেডিক্যাল কাউন্সিলের নির্বাচিত সদস্য। 

ইন্দিরা জয়সিংয়ের যুক্তি, ''এরা যদি পদে থাকেন, তাহলে ডাক্তাররা কাজে ফিরবেন কী করে। এই মানুষগুলিই থ্রেট কালচারের পিছনে। সেজন্য বলছি, এটা সাধারণ ধর্ষণ ও হত্যার মামলা নয়। অনেকে এর সঙ্গে্ জড়িত। এদের সাসপেন্ড করা হোক। যদি এদের সাসপেন্ড করা না হয় তো নিদেনপক্ষে এদের ছুটি নিতে বলা হোক।''

প্রধান বিচারপতি প্রশ্ন করেন, এই বিষয়ে রাজ্য সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। সিবিআই-কে আগে জানাতে হবে, তাদের তদন্তের আওতায় কি এই মানুষরা আছেন? তাদের নামও আদালতকে জানাতে হবে।

সিবিআইয়ের আইনজীবী সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন, ''আমরা স্টেটাস রিপোর্টে এতটা স্পষ্ট করে বলিনি ঠিকই, কিন্তু সেখানে জানিয়েছি, আমরা এদের বিষয়ে তদন্ত করছি।''

রাজ্য সরকারের আইনজীবী জানান, রাজ্য সরকারকে যদি সেই নামগুলি দেয়া হয় বা সিবিআই যদি কারো বিরুদ্ধে কোনো প্রমাণ পেয়েছে বলে রাজ্য সরকারকে জানায়, তাহলে তারা ব্যবস্থা নেবেন। কাউকে ছাড়া হবে না।

মতামত দিন