বাংলাদেশ

সাবেক এমপি জ্যাকব ও গিনি গ্রেপ্তার

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ও মাহবুব আরা বেগম গিনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।রাজধানী ঢাকার আলাদা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে গোয়েন্দা পুলিশ নিশ্চিত করেছে। 

মঙ্গলবার ভোরে জ্যাকবকে গ্রেপ্তার করা হয়েছে গুলশান থেকে। তাকে সাভার থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আর সাবেক হুইপ গিনিকে গ্রেপ্তার করা হয়েছে ধানমন্ডি থেকে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে গোয়েন্দা পুলিশ জানিয়েছে। 

গিনি গিনি গাইবান্ধা-২ আসনের এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী জ্যাকব ভোলা-৪ আসনের সংসদ সদস্য ছিলেন।

মতামত দিন