বিনোদন

টালিউডে অভিষেক হচ্ছে অপূর্বর

দেশের বিনোদন অঙ্গনের জনপ্রিয়মুখ জিয়াউল ফারুক অপূর্ব। ছোটপর্দায় নিয়মিত অভিনয়ের পাশাপাশি সিনেমাতেও নাম লেখিয়েছেন তিনি। বর্তমানে ওয়েব কনটেন্ট করেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। যদিও এই অভিনেতাকে দীর্ঘদিন বড়পর্দায় দেখা যায়নি। প্রায় আট বছর বিরতির পর সিনেমায় ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তবে ঢালিউডে নয় বরং টলিউডের সিনেমায়। পশ্চিমবঙ্গের নির্মাতা প্রতীম ডি গুপ্তর ‘চালচিত্র’ সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হচ্ছে অপূর্বর। গত বছর শুটিং শেষ হলেও এত দিন সিনেমাটির মুক্তি নিয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। অবশেষে এল সুখবর। ‘চালচিত্র’র প্রযোজক ফিরদৌসুল হাসান জানিয়েছেন, এ বছরের বড়দিনে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ইনভেস্টিগেটিভ থ্রিলারটি।

সিনেমাটিতে অপূর্বকে দেখা যাবে এক রহস্যময় চরিত্রে। এছাড়া চারজন পুলিশের চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী ও ইন্দ্রজিৎ বসুকে। সম্প্রতি প্রকাশ করা হয়েছে সিনেমাটির ফার্স্টলুক। অপূর্বকে দেখা যাচ্ছে লাল পাঞ্জাবিতে, গালভর্তি দাড়ি। কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছেন। সিনেমাটির টিজার প্রকাশ পেয়েছে। যেখানে রহস্যময় লুকে দেখা মিলেছে অপূর্বের।সিনেমাটি নিয়ে অপূর্ব বললেন, এটা থ্রিলার সিনেমা। একধরনের লুকোচুরি খেলা চলতে থাকবে গল্পজুড়ে। গল্প নিয়ে কিছু বলা নিষেধ আছে। শুধু এটুকু বলি, অসাধারণ গল্প। দারুণ টিম। আমরা চমৎকার পরিবেশে কাজ করেছি। এ ধরনের একটি বড় কাজে যুক্ত হতে পেরে আমি খুবই খুশি। সবার কাছে দোয়া চাই, যেন নিজের অভিনয় দিয়ে বাংলাদেশের মান রাখতে পারি, দর্শকের মন জয় করতে পারি।সিনেমাটির নির্মাতা প্রতীম জানিয়েছেন, সিনেমার গল্প কলকাতা শহরকে কেন্দ্র করে। পূজার আগে শহরে একের পর এক মেয়ে খুন হচ্ছে। কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার একদল অফিসার এ সিরিয়াল কিলিংয়ের তদন্তে নামে। তদন্ত করতে গিয়ে দেখা যায়, খুনের পরে যেভাবে বডিগুলো সাজিয়ে রাখা হচ্ছে, তার সঙ্গে বারো বছরের পুরোনো এক মামলার মিল খুঁজে পাওয়া যায়। রহস্য উদ্‌ঘাটনে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এক রহস্যময় পুরুষ। এ চরিত্রে আছেন অপূর্ব।

অন্যদিকে ‘চালচিত্র’র গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন রাইমা সেন। রয়েছেন স্বস্তিকা দত্ত ও ব্রাত্য বসু। রাইমাকে দেখা যাবে টোটার স্ত্রীর চরিত্রে। স্বস্তিকা হবেন শান্তনুর প্রেমিকা। নির্মাতা জানান, চালচিত্র থ্রিলার হলেও পারিবারিক সম্পর্ক আর ইমোশনের প্রতি বেশি গুরুত্ব দেয়া হয়েছে। সিনেমায় অ্যাকশনও রয়েছে।

মতামত দিন