বিনোদন

শিহাব শাহীনের সিনেমায় ফিরছেন নিশো

আফরান নিশো অভিনীত 'সুড়ঙ্গ' সিনেমাটি গত বছর কোরবানির ঈদে মুক্তি পেয়েছিল। আফরান নিশো অভিনীত 'সুড়ঙ্গ' সিনেমাটি গত বছর কোরবানির ঈদে মুক্তি পেয়েছিল। 

চলতি বছরের শুরুতে ভারতের এসভিএফের সঙ্গে যৌথভাবে একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ঘোষণা দেয় আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। এই প্রতিষ্ঠানের সঙ্গে নিশো দুটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। এর মধ্যে একটি পরিচালনা করবেন শিহাব শাহীন। তবে সিনেমার নাম এখনো ঠিক হয়নি। সিনেমা সংশ্লিষ্ট অনেকেই বলছেন, আগামী সপ্তাহে বিস্তারিত জানানো হবে। সিনেমার শুটিং শুরু হবে নভেম্বরের মাঝামাঝি। আগামী বছর কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি দিতে চান পরিচালক। 

শিহাব শাহীন পরিচালিত প্রথম সিনেমা 'ছুঁয়ে দিলে মন'। এবার তার দ্বিতীয় সিনেমা আফরান নিশোরও দ্বিতীয়।শিহাব শাহীনের পরিচালনায় 'মরীচিকা' ওয়েবসিরিজটি অবশ্য দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়েছিল। 

মতামত দিন