নির্মাণাধীন ভবনের সেফটিক ট্যাংক থেকে নৈশ্য প্রহরীর মরদেহ উদ্ধার
জামালপুরে একটি নির্মাণাধীন ভবনের নিচতলার সেফটিক ট্যাংক থেকে এক নৈশ্য প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ অক্টোবর) সকালে শহরের বিসিক শান্তিনগর বাইপাস মোড় সংলগ্ন নির্মাণাধীন পাঁচতলা একটি ভবনের নিচতলার সেফটিক ট্যাংকে নৈশ্য প্রহরী চাঁন মিয়াকে ভাসতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে দুপুরে মরদেহটি উদ্ধার করে পুলিশ।নিহত চাঁন মিয়ার সহকর্মী আরেক নৈশ্য প্রহরী ঠান্ডা মিয়া জানান, শুক্রবার ভোর রাত ৪টার দিকে তারা দুজন আলাদা হয়ে বিপরীত দিকে টহল শুরু করেন। পরে অনেক খোঁজাখুঁজি করেও চাঁন মিয়াকে আর পাওয়া যায়নি।
জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন বলেন, ধারণা করা হচ্ছে তিনি সেফটি ট্যাংকে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে কেউ জড়িত থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তা না হলে পরিবারের সঙ্গে কথা বলে মরদেহ হস্তান্তর করা হবে।
মতামত দিন