শুধু নির্বাচন নয়, জনগণের ইচ্ছের প্রতিফলন ঘটাতে সংস্কার প্রয়োজন
উৎকৃষ্ট গণতন্ত্রের জন্য শুধু নির্বাচন নয় সংস্কারে গুরুত্ব দিতে হবে। এর জন্য সবাইকে ধৈর্যধারণের আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ‘গণতন্ত্রের অভিযাত্রা; আসন্ন চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।
ড. আসিফ নজরুল বলেন, আমাদের সব সময় সমালোচনা করবেন। আমাদের ভুল থাকবে, আমরা তো মানুষ। তবে একটু ভালোবাসা নিয়ে বলবেন, আমরা তো আওয়ামী লীগ না। তিনি আরও বলেন, স্বাধীন বাংলাদেশের প্রথম গুম সিরাজ সিকদার, যা আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগের ডিএনএ এর মধ্যে ফ্যাসিজম আছে। ১৫ বছরে দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান চূর্ণবিচূর্ণ করেছে।
২০০৮ সালের নির্বাচনকে পরিকল্পিতভাবে কারচুপির নির্বাচন মন্তব্য করে আইন উপদেষ্টা বলেন, এক এগারোর সরকারকে ভয় দেখিয়ে এই নির্বাচন করা হয়। তিনি যোগ করেন, নতুন ফ্যাসিস্ট যাতে না আসে, সেই লক্ষ্যে সংস্কার করতে হবে। শুধু নির্বাচন নয়, জনগণের ইচ্ছের প্রতিফলন ঘটাতে সংস্কার প্রয়োজন। এখন একটু ধৈর্য রাখতে হবে। এছাড়া দ্রব্যমূল্য, আদালতে হামলা, পুলিশের ঠিক মতো কাজ না করার দায় হাসিনার এবং তিনিই সিন্ডিকেট তৈরি করে দিয়ে গেছেন বলেও অভিযোগ করেন এ উপদেষ্টা।
ড. আসিফ নজরুল বলেন, সাংবিধানিক পথে যাত্রা অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত নয়। সকল রাজনৈতিক দলের। হাসিনা পালিয়ে যাওয়ার পর রাজনৈতিক দলগুলো নিয়ে আলোচনায় তা ঠিক হয়।তিনি বলেন, আগে সমালোচনা করতাম, মানুষ মাথায় তুলে নাচতো। এখন সারাদিন কাজ করি, তবুও মানুষ গালি দেয়। আমাদের মধ্যে ঐক্য দরকার। ঐক্য না থাকলে আমাদের সব সম্ভাবনা শেষ হয়ে যাবে বলেও তিনি সতর্ক করেছেন।
মতামত দিন