জাতীয়

সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও স্বচ্ছ বিচার হওয়া উচিত

জুলাই আন্দোলনে হত্যার সাথে জড়িতদের বিচার সমর্থন করে জাতিসংঘ। এক্ষেত্রে শিশু এবং আন্দোলনকারীদের হত্যার বিচার অগ্রাধিকার পাওয়া উচিত। তাছাড়া মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডেরও তদন্ত হওয়া প্রয়োজন। এমন মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।বুধবার (৩০ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

ভলকার তুর্ক বলেন, অপরাধ বা গণপিটুনিতে হত্যা কখনোই গ্রহণযোগ্য নয়। এসব ঘটনার কঠোর তদন্ত প্রয়োজন। এ সময় গণঅভ্যুত্থান পরবর্তী সময় পুলিশ হত্যাসহ অন্যান্য হত্যার দায় মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও স্বচ্ছ বিচার হওয়া উচিত। তাহলেই বাংলাদেশে মানবাধিকার সুদৃঢ় হবে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এই হাইকমিশনার আরও বলেন, আইসিটি আইনের সংশোধনীর প্রয়োজন রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি। এ সময় অন্তর্বর্তী সরকারের ওপর পূর্ণ আস্থা রয়েছে বলে জানান তিনি।

মতামত দিন