সাফজয়ী ফুটবল দলকে ক্রীড়া মন্ত্রণালয়ের ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা
দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন মেয়েদের নিয়ে আনন্দে মাতোয়ারা দেশের ফুটবল। ঢাকা পা রেখে ছাদখোলা বাসে শোভাযাত্রা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এসে হাজির হন সাবিনা-তহুরারা। প্রায় তিনঘণ্টার শোভাযাত্রা শেষে ফেডারেশনে এসে সাবিনারা পেলেন আরেক সুখবর। ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাফজয়ীদের এক কোটি টাকা দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বাফুফে ভবনে আসেন বাংলাদেশের মেয়েরা। সেখানেই আগ থেকে তাদের অপেক্ষায় ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। চ্যাম্পিয়ন মেয়েরা আসার পর বাফুফেতেই তাদের সংবর্ধনা দেন ক্রীড়া উপদেষ্টা। এরপর ঘোষণা দেন পুরস্কারের।
সংবর্ধনা শেষে সংবাদমাধ্যমের সামনে আসিফ মাহমুদ বলেন, ‘বাংলাদেশ নারী দল বিশ্বের কাছে আমাদের মাথা উঁচু করেছে। আমরা আশাকরি, সামনে তারা আরও বড় সাফল্য এনে দেবে। আপনারা জানেন, তারা অনেক বড় সাফল্য এনে দিয়েছে। সাফে তাদের এমন অর্জনের জন্য সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের এক কোটি টাকা পুরস্কার দেওয়া হবে।’এ ছাড়া নারী ফুটবলারদের সুযোগ সুবিধা নিয়ে অনেক অভিযোগ আছে। সেসব অভিযোগ নিয়েও কথা বলেছেন উপদেষ্টা। তিনি বলেন, ‘নারী ফুটবল নিয়ে অনেক অভিযোগ আছে, বৈষম্য নিয়ে কথা হয়। এসব কীভাবে ঠিক করা যায়, তাদের সুযোগ-সুবিধা বাড়ানো যায়, সেই ব্যাপারে ইতোমধ্যে বাফুফের সঙ্গে আমাদের কথা হয়েছে।’
মতামত দিন