জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, মোহাম্মদ শাহিন
'ঐক্য সম্প্রীতি সেবা' এই মূলমন্ত্রে গঠিত জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির নির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (০২নভেম্বর) রাতে জামালপুর পৌর শহরের পাঁচ রাস্তায় মোড় এলাকায় একটি রেস্টুরেন্টে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির সভাপতি আইনজীবী মো.গোলাম রব্বানী আকন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছিরুল ইসলাম করিমের সঞ্চালনায় নির্বাহী কমিটির পরিচিতি সভায় স্বাগত বক্তব্যে দেন সভাপতি এড. গোলাম রব্বানী আকন্দ।অন্যান্যের মধ্যে মুক্ত আলোচনায় বক্তব্য দেন জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির উপদেষ্টা মাওলানা নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক লিটন তালুকদার, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম বিদ্যুৎ, সহ- সাধারণ সম্পাদক বাকী বিল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মহসিন আলী বিপ্লব, প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ফরিদ আলী, ধর্ম বিষয়ক সম্পাদক মো.ইসমাইল হোসেন, সদস্য তাহমিনা খাতুন যমুনা, মো. ইব্রাহিম খলিল, আহমদ আলী প্রমুখ।
পরিচিতি সভায় সভাপতি বলেন, সকলের সার্বিক সহযোগিতা পেলে এই সমিতিকে সর্বোচ্চ উচ্চ স্থানে নিয়ে যাওয়ার কথা ব্যক্ত করেন তিনি।
সাধারণ সম্পাদক নাছিরুল ইসলাম করিম জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির সকল কর্মকর্তাগনদের পরিচয় করিয়ে দেন। সকলকে রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। ফুল দিয়ে বরণ শেষে জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির সহ-সভাপতি আইনজীবী খাজা আলম সমিতির গঠনতন্ত্র পাঠ করেন।
এ সময় সমাজে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাহী কমিটির পরিচিতি সভায় জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত দিন