ইসলামপুরে যাত্রার প্যান্ডেল আগুন দিয়ে পুড়িয়ে দিল পুলিশ
জামালপুরের ইসলামপুর উপজেলায় যাত্রাপালার নামে অশ্লীল নাচ এবং জুয়ার আয়োজন করার অভিযোগে যাত্রার প্যান্ডেল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে পুলিশ।বুধবার (১৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের যমুনা নদী দুর্গম অঞ্চলের টগারচরে আয়োজিত যাত্রার প্যান্ডেল পুড়িয়ে দেওয়া হয়।
যাত্রাপালার আয়োজক টগার চরের বাসিন্দা জিয়াউর রহমান জিয়া জানান, চরের মানুষ আধুনিক বিনোদন থেকে বঞ্চিত। দিনে চরের অধিকাংশ মানুষ কৃষি কাজে ব্যস্ত থাকে। রাতে তাদের বিনোদনের জন্য যাত্রা পালার আয়োজন করা হয়।ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, টগারচরে এত দুর্গম যে সেখানে পৌঁছাতে তিন ঘণ্টা সময় লাগে। আমাদের কাছে সংবাদ ছিল রাত ১২টার পর যাত্রার নামে অশ্লীল নাচ এবং জুয়ার আসর বসানো হবে। এ কারণে আগুন দিয়ে প্যান্ডেল পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া আয়োজকরা আগে কোনো অনুমতি নেননি।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান বলেন, টগার চরে প্রশাসনের অনুমতি ছাড়াই যাত্রার নামে জুয়া এবং অশ্লীলতা হচ্ছে এমন অভিযোগ আসে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও থানা-পুলিশকে তা বন্ধের ব্যবস্থা নিতে বলা হয়। তারা যদি সরঞ্জামাদি পুড়িয়ে দেয় তাহলে সেটা ঠিক হয়নি। প্রয়োজনে সরঞ্জাম জব্দ করে নিলাম করা যেত।
মতামত দিন