বিনোদন

কনে সাজে ভক্তদের চমকে দিলেন অপু বিশ্বাস

অপু বিশ্বাস কনে বেশে আলো ছড়াচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।চিত্রনায়িকা অপু বিশ্বাস হঠাৎ কনের সাজে সামনে এলেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কনের সাজে একাধিক ছবি পোস্ট করেছেন। হঠাৎ এমন সাজে চমকে গেছেন ভক্তরা।

ক্যাপশনে লিখেছেন, শুভ সকাল। এটা আমার নতুন লুক। আমাকে এতটা ধৈর্য্য দেয়ার জন্য সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ।অপু বিশ্বাসের পোস্ট করা কনের সাজের এসব ছবিতে ভক্তরা মন্তব্য করছেন। একজন লিখেছেন, তুমি এমন একজন নায়িকা, যে কি না চলচ্চিত্রজগতে আসার পরে অনেক নায়িকার ক্যারিয়ার নড়বড়ে করে দিয়েছ।

১৯ বছরের পেশাদার চলচ্চিত্র–জীবনে শ’খানেক চলচ্চিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস। এর মধ্যে শুধু শাকিব খানের সঙ্গে জুটি হয়েছেন ৮০টির মতো চলচ্চিত্রে। এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে নায়িকা হন শাকিব খানের বিপরীতে। ছবিটি ব্যবসা সফল হয় এবং অপু বিশ্বাস রাতারাতি তারকায় রূপান্তরিত হন। শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের বেশির ভাগ চলচ্চিত্রই ব্যবসায়িক সফলতা পায়।অপু বিশ্বাস ২০০৮ সালে ১৮ এপ্রিল নায়ক শাকিব খানকে বিয়ে করেন। বিয়ের ৯ বছর পর ২০১৭ সালের এপ্রিলে একটি টেলিভিশন অনুষ্ঠানে এসে অপু বিশ্বাস শাকিব খানের সঙ্গে বিয়ের কথা প্রকাশ করেন।

মতামত দিন