মোহামেডানকে হারিয়ে জয়ের উল্লাসে ভেসেছে বসুন্ধরা কিংস
কোনো লিগ বা টুর্নামেন্ট নয়। এক ম্যাচেই শিরোপা জয়ের উল্লাস। যার নাম, বাফুফে চ্যালেঞ্জ কাপ। আরেকটু বাড়ালে ৫ আগস্টের পরবর্তী সময়কে ধারণ করতে বাফুফে চ্যালেঞ্জ কাপের আগে জুড়ে দেওয়া হয়েছে বাংলাদেশ ২.০! এই এক ম্যাচের শিরোপা নিষ্পত্তির ম্যাচেই মোহামেডানকে হারিয়ে জয়ের উল্লাসে ভেসেছে বসুন্ধরা কিংস। বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপে শুক্রবার (২২ নভেম্বর) মোহামেডানকে ৩-১ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। এই জয়ের উচ্ছ্বাস নিয়ে নতুন মৌসুম শুরু করল কিংসরা।
বসুন্ধরার জয়ের পথে গোল করেছেন ব্রাজিলিয়ান মিগুয়েল ফেরেইরা, ফয়সাল আহমেদ ফাহিম ও তপু বর্মণ। অন্যদিকে মোহামেডানের হয়ে একমাত্র গোলটি করেন অধিনায়ক সুলেমান দিয়াবাতে।
বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের শুরুর গল্পটা ছিল অন্য রকম। শুরুর বাঁশি বাজার সাত মিনিটের মাথাতেই দারুণ গোলে এগিয়ে যায় মোহামেডান। প্রতিপক্ষের ডি বক্সের ডান দিক দিয়ে ইমানুয়েল সানডের ক্রস থেকে হেডে দলকে এগিয়ে নেন দিয়াবাতে। তবে এগিয়ে যাওয়ার স্বস্তি শেষ পর্যন্ত স্থায়ী হয়নি। বিরতির পর কিংসদের সমতায় ফেরান তপু বর্মন। মাঝে অপ্রীতিকর ঘটনায় খেলা বন্ধ থাকে ১০ মিনিট।এরপর ম্যাচের ৮১তম মিনিটে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। ফাহিমের গোলে এগিয়ে যাওয়ার পর অতিরিক্ত সময়ে মোহামেডানকে স্তব্ধ করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় কিংসরা। মিগুয়েলের গোলে স্কোরলাইন ৩-১ করে জয়ের উচ্ছ্বাসে মাঠ ছাড়ে বসুন্ধরা।
এই নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২টি শিরোপা জিতল বসুন্ধরা কিংস। এর মধ্যে ৫টি লিগ, ৩টি করে ফেডারেশন কাপ ও স্বাধীনতার কাপের পাশাপাশি তাদের ট্রফি কেসে যোগ হলো বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপের শিরোপা।
মতামত দিন