আন্তর্জাতিক

ভারতের বিভিন্ন বিমানবন্দরে বোমা হামলার হুমকি

ভারতের বিভিন্ন এয়ারলাইন্স এবং বিমানবন্দরে প্রায় এক হাজার বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। এই বছরের শুরু থেকে গত ১৪ নভেম্বর পর্যন্ত প্রতারণা এসব বোমার হুমকি দেয়া হয়েছে বলে দেশটির সংসদকে জানিয়েছেন ভারতের ডেপুটি বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী মুরলীধর মহল।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলেছে, এই সময়ে ৯৯৯টি বোমা হামলার হুমকি দেয়া হয়েছে ভারতের বিভিন্ন এয়ারলাইন্স এবং বিমানবন্দর। ২০২৩ সালে প্রাপ্ত হুমকির তুলনায় এটি প্রায় ১০ গুণ বেশি। এসব হুমকির মধ্যে অক্টোবরের শেষ দুই সপ্তাহে পাঁচ শতাধিক হুমকি এসেছে। প্রতারণার হুমকি নাটকীয়ভাবে বৃদ্ধির ফলে ফ্লাইট সময়সূচীতে বিপর্যয় সৃষ্টি হয়েছে।

মন্ত্রী মহোল বলেন, সাম্প্রতিক হুমকিগুলি সবগুলোই ছিল প্রতারণামূলক। এসব হুমকির বিপরীতে ভারতের কোনো বিমানবন্দর/বিমানে কোনো প্রকৃত হুমকি সনাক্ত করা যায়নি। এসব ঘটনায় পুলিশ ২৫৬টি অভিযোগ নথিভুক্ত করেছে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।গত অক্টোবরে প্রতারণার হুমকির কারণে ভারতে বেশ কয়েকটি প্রভাবিত ফ্লাইট বিলম্বিত হয় এবং অন্যগুলোকে সরিয়ে দেয়া হয়েছিল। অক্টোবরে, বোমার হুমকির পরে একটি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানকে সুরক্ষা দিতে দুটি যুদ্ধবিমান পাঠিয়েছিল সিঙ্গাপুরের বিমান বাহিনী। একই মাসে, নয়াদিল্লি থেকে শিকাগো যাওয়ার আরেকটি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট কানাডার একটি দূরবর্তী বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়েছিল। ফ্লাইটে থাকা যাত্রীদের পরে কানাডিয়ান কর্মকর্তাদের মোতায়েন করা এয়ার ফোর্সের বিমানে করে শিকাগোতে নিয়ে যাওয়া হয়।

ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় তখন বলেছিল, তারা ফ্লাইট অপারেশনগুলিকে সুরক্ষিত করার জন্য "সব সম্ভাব্য প্রচেষ্টা" করছে। ভারতের বিমানবন্দরগুলিতে একটি বোমা হুমকি মূল্যায়ন কমিটি রয়েছে যারা হুমকির বিষয়গুলো মূল্যায়ন করে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেয়। দেশটির বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের মতে, গত বছর ভারতে ১৫০ মিলিয়নেরও বেশি যাত্রী অভ্যন্তরীণ ফ্লাইটে উড়েছিল। এছাড়া ৩৩টি আন্তর্জাতিক বিমানবন্দরসহ ১৫০ টিরও বেশি বিমানবন্দর থেকে প্রতিদিন তিন হাজারের বেশি ফ্লাইট দেশে উঠানামা করে।

মতামত দিন