বাণিজ্য

চাহিদা অনুযায়ী মিলছে না বোতলজাত সয়াবিন

চাহিদা অনুযায়ী মিলছে না বোতলজাত সয়াবিন। তবে কিছুটা কমেছে পাম ও খোলা সয়াবিনের দাম। শুল্ক ছাড়ের প্রভাবে ১০ টাকা পর্যন্ত কমেছে চিনির দামও। তবে শীতকালের সরবরাহ বিবেচনায় খুব একটা কমেনি সবজির দাম, বাড়তি দামে কিনতে হচ্ছে আলু।কমা বাড়ার বৃত্তে আটকে আছে নিত্যপণ্যের দাম। এক জায়গায় স্বস্তি তো আরেক খানে তৈরি হয় সংকট। এমন বাস্তবতায় বাজারে সংকট দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের। চাহিদামতো তেল সরবরাহ করছে না কোম্পানিগুলো এমন অভিযোগ ব্যবসায়ীদের। তবে সপ্তাহ ব্যবধানে পাঁচ টাকা পর্যন্ত কমেছে খোলা সয়াবিন ও পামওয়েলের দাম। 

শুল্ক ছাড়ের প্রভাবে প্রতি কেজিতে ১০ টাকা পর্যন্ত কমেছে চিনির দাম। খোলা চিনি ১২০ আর প্যাকেটজাত চিনি বিক্রি হচ্ছে ১২৫ টাকায়।এদিকে বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও কমেনি দাম। এখনও অধিকাংশ সবজি ৮০ থেকে ১০০ টাকার ঘরে। পেঁয়াজের দাম কিছুটা কমলেও ভোগাচ্ছে আলুর দাম। সপ্তাহ ব্যবধানে পুরাতন আলু কেজিতে পাঁচ টাকা বেড়ে আশি আর নতুন আলু বিক্রি হচ্ছে ১২০ টাকায়।কিছুটা স্বস্তি ফিরেছে চালের দামে। বাজারে নতুন চাল আসায় মাঝারি আকারের প্রতি কেজি চাল ৫৮ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। তবে আমদানির কারণে দাম না বেড়ে আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে পুরাতন চাল। 

অপরিবর্তিত আছে ডিম ও সোনালী মুরগির দাম। তবে প্রতি কেজিতে ১০ টাকা কমে সর্বোচ্চ ১৮০ টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি।

মতামত দিন