জামালপুর

জামালপুরে এম এ রশিদ হাসপাতালে হামলার প্রতিবাদে মানববন্ধন

জামালপুর শহরের সর্দারপাড়ায় এম এ রশিদ নামে বেসরকারি হাসপাতালে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতি। 

একই সঙ্গে মানববন্ধন থেকে জেলার সরকারি ও বেসরকারি হাসপাতালে ঘটে যাওয়া হামলার তীব্র প্রতিবাদও জানানো হয়েছে।এসব হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা। শনিবার বেলা ১১টার দিকে শহরের বকুলতলায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাপ্পী, এম এ রশিদ হাসপাতালের পরিচালক অবসরপ্রাপ্ত মেজর ডা. মিজানুর রহমান, শাহ্জামাল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম বুলবুল, হযরত আব্দুল কাদের জিলানী (রহ.) হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুর রহমান সোহেল, জামালপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম প্রমুখ।

মতামত দিন