জামালপুর

জামালপুরে গণতন্ত্র মঞ্চের গণসমাবেশ অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি,মোহাম্মদ শাহিন-
সারা দেশেব্যাপী নৈরাজ্য, বিশৃঙ্খলা, অস্থিরতা ও অস্বস্তির প্রতিবাদে গণতন্ত্র মঞ্চের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রবিবার ( ১ ডিসেম্বর)  বিকাল ৪টায় জামালপুর কেন্দ্রীয় শহিদ মিনারের এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির জেলা সভাপতি ও কেন্দ্রীয় জেএসডির সাংগঠনিক সম্পাদক মো. আমির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গনতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও  ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধ শেখ রফিকুল ইসলাম বাবলু।

বক্তব্যে বক্তারা বলেন,  ৭১ এর চেতনা ও ২৪ শের আকাংখার ভিত্তিতে জনগণের স্বপ্নের বাংলাদেশ গড়তে জনগণের প্রতি উদাত্ত আহবান জানান এবং জুলাই আগষ্ট সকল প্রকার ঘৃণ্য ষড়যন্ত্র মোকাবেলা করতে গণতন্ত্র মঞ্চ দেশবাসীর পাশে খাকার অঙ্গীকার ব্যক্ত করেন। দ্রব্য মূল্যের উর্দ্ধগতি রোধ এবং আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের প্রতি আহবান জানান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাসানী অনুসারী পরিষদ জেলা শাখার আহবায়ক  বীর মুক্তিযোদ্ধা হাসানুজ্জামান তালুকদার, জেলা জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক এডভোকেট তাজউদ্দীন সবুজ, যুগ্ম-সাধারণ সম্পাদক কবি আশরাফ আলী, ভাসানী অনুসারী পরিষদ জামালপুর এর সদস্য সচিব মাহামদুর রহমান খান দীপু প্রমূখ।

মতামত দিন