জামালপুর

জামালপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তির সুপারিশ প্রত্যাখ্যান এবং উপসচিব পদে সব ধরনের কোটা বাতিলের দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে শহরের বকুলতলায় এই মানববন্ধনের আয়োজন করে জামালপুর আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ।ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য রাখেন - বিসিএস প্রভাষক মো. সানোয়ার হোসাইন, দিলরুবা ইয়াসমিন ও আসলাম হোসেনসহ শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা জানান, পেশাভিত্তিক মন্ত্রাণালয়সহ ক্যাডারদের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করে সমতাভিত্তিক প্রশাসনিক কাঠামো নিশ্চিত করতে হবে।

মতামত দিন