মাদারগঞ্জে বিনামূল্যের নতুন পাঠ্যপুস্তক বিতরণ
মাদারগঞ্জ সংবাদদাতা,মোহাম্মদ শাহিন
জামালপুরের মাদারগঞ্জে বছরের প্রথম দিন বিনামূল্যের পাঠ্যপুস্তক নতুন বই তুলে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের হাতে। নতুন বই পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা।
বুধবার (১জানুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলার সুখনগরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম তারতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দিয়ে বই বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ। বছরের প্রথম দিন নতুন বই পেয়ে উচ্ছ্বাস, আনন্দ আর হৈ-হুল্লোড়ে মেতে ওঠেন শিক্ষার্থীরা।
বই বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আনোয়ার হোসেন, সুখনগরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকারিয়া, পশ্চিম তারতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলাম, শিক্ষক মির্জা আশরাফুন্নাহার, সুখনগরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নুরুন্নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সুখনগরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নুর নবী বলেন, অনেক কষ্ট করে পরীক্ষা দিয়েছি। দ্বিতীয় শ্রেণি থেকে আমি তৃতীয় শ্রেণিতে উঠেছি। নতুন বছরের শুরুতেই নতুন বই পেয়ে ভালো লাগছে।একই প্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রাকিব হোসেন বলেন, নতুন বছরের প্রথম দিনেই বই হাতে পেয়ে আমি খুবই খুশি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন বলেন, মাদারগঞ্জ উপজেলায় ২০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১১০টি কিন্ডারগার্টেন স্কুলে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ৩৬ হাজার ৭০০ জন শিক্ষার্থীর মাঝে ১ লাখ ৪৩ হাজার ৭০০ বই বিতরণ করা হচ্ছে। প্রথম দিন পাক-প্রাথমিক, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা বই না পেলেও দ্রুত পেয়ে যাবে বলে জানান এই কর্মকর্তা। অন্য দিকে নতুন বছরে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পারেন কুনো বই। এই বিষয়ে কথা হলে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম বলেন, নিম্ন-মাধ্যমিক, মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা পর্যায়ে ১২৮ টি প্রতিষ্ঠানে জন্য ৬ লাখ ১৫ হাজার ৪০৫ বইয়ের চাহিদা পাঠানো হয়েছে। এখনও এ উপজেলায় নিম্ন-মাধ্যমিক, মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা পর্যায়ে কোন বই আসেনি। তবে বই বাহী ট্রাক পথে মধ্যে রয়েছে। বই হাতে পেলে দ্রুত সময়ের মধ্যে বিতরণ করা হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহ বলেন, মাদারগঞ্জে উৎসবমুখর ও শান্তিপূর্ন পরিবেশে বই বিতরণ করা হচ্ছে। বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়েছে শিক্ষার্থীরা।
মতামত দিন