বিজ্ঞান ও প্রযুক্তি

রিলস অ্যাপ চালুর পরিকল্পনা ইনস্টাগ্রামের

জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটককে টেক্কা দিতে ইনস্টাগ্রামের শর্ট ভিডিও ফিচার ‘রিলস’কে একটি স্বতন্ত্র অ্যাপ হিসেবে চালুর পরিকল্পনা করছে মেটা।
আজ ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি এই বিষয়ে কর্মীদের জানিয়েছেন

মেটা মালিকানাধীন ইনস্টাগ্রাম, যুক্তরাষ্ট্রে টিকটকের অনিশ্চিত অবস্থানকে কাজে লাগিয়ে টিকটকের মতো ভিডিও স্ক্রলিং অভিজ্ঞতা ব্যবহারকারীদের কাছে পৌঁছে দিতে চায়। তবে, এ বিষয়ে মেটা এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।এর আগে, চলতি বছরের জানুয়ারিতে মেটা ‘এডিটস’ নামে একটি ভিডিও এডিটিং অ্যাপ চালু করে, যা টিকটকের মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সের জনপ্রিয় অ্যাপ ‘ক্যাপকাট’-এর প্রতিযোগী হিসেবে বিবেচিত হচ্ছে।উল্লেখ্য, মেটা ২০১৮ সালে ‘লাসো’ নামে একটি স্বতন্ত্র ভিডিও-শেয়ারিং অ্যাপ চালু করেছিল, যা টিকটকের প্রতিদ্বন্দ্বী হওয়ার লক্ষ্য নিয়ে বাজারে এসেছিল। কিন্তু জনপ্রিয়তা না পাওয়ায় পরে সেটি বন্ধ করে দেওয়া হয়।

মতামত দিন