বিনোদন

জয় বাংলা কনসার্ট বয়কটের সিদ্ধান্ত

গত কয়েক বছরে জনপ্রিয়তা পেয়েছে জয় বাংলা কনসার্ট। দেশের বিভিন্ন জনপ্রিয় ব্যান্ডকে একত্রিত করা এবং তরুণ শ্রোতাদের আকৃষ্ট করার জন্য পরিচিত এই জয় বাংলা কনসার্ট। চলতি বছর এই কনসার্ট-এর আয়োজন করা হয়েছে চট্টগ্রামে।
কিন্তু কোটা সংস্কার আন্দোলনের বিক্ষোভের সঙ্গে জড়িত হিংসার কারণে চলতি বছরে এই কনসার্ট কতটা সফল হবে সেটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ ইতিমধ্যেই জয় বাংলা কনসার্ট বয়কট করার কথা জানিয়েছেন একাধিক জনপ্রিয় ব্যান্ড। বেশ কয়েকটি সুপরিচিত ব্যান্ড এবং সঙ্গীতশিল্পী, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না বলে ফেসবুকে ঘোষণা করেছে।
আওয়ামী লীগের সঙ্গে যুক্ত সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফর্মেশন (সিআরআই) প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করে। গত কয়েক বছর এই অনুষ্ঠান ঢাকায় আয়োজিত হলেও চলতি বছরেই প্রথমবার সেটা করা হচ্ছে চট্টগ্রামের এমএআজিজ স্টেডিয়ামে। এই অনুষ্ঠানে মহিলাদের জন্য বিশেষ সুবিধা রাখা হচ্ছে বলেও জানানো হয়েছে। কিন্তু বিভিন্ন ব্যান্ড এই অনুষ্ঠান বয়কট করার কথা জানানোর পরে চলতি বছরে সেটা কতটা সফল হবে তানিয়েও অনেকেই প্রশ্ন তুলেছেন।
কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষর ঘটনায় অনেক পড়ুয়ার মৃত্যু হয়েছে। তারপরেই এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বাংলাদেশের সিনেমা এবং সঙ্গীত জগতের একটা অংশ। এবার এই ‘জয় বাংলা কনসার্ট’ শুরুর ঠিক আগেই অনুষ্ঠান বয়কট করে ওই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে ব্যান্ডগুলি।
এই কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল তাদের দেশাত্মবোধক এবং সামাজিক ন্যায়বিচারের গানের জন্য জনপ্রিয় ‘ক্রিপ্টিক ফেট’-এর। কিন্তু তারা অংশ নেবে না বলে জানিয়েছে। ওই ব্যান্ডটি বলেছে, ‘দেশপ্রেম, মুক্তিযুদ্ধ, অন্যায় এবং নিপীড়নের মতন বিষয়ের প্রতি আমাদের ফোকাস থাকায় আসন্ন জয় বাংলা কনসার্টে পারফর্ম করা আমাদের পক্ষে অসম্ভব।’
একইভাবে আরেকটি জনপ্রিয় হার্ড রক ব্যান্ড আরবোভাইরাসও সোশাল মিডিয়ায় এই কনসার্ট বয়কট করার কথা ঘোষণা করেছে। জয় বাংলা কনসার্ট বয়কটের সিদ্ধান্ত নিয়েছে নেমেসিস-ও। তারা ফেসবুকে জানিয়েছে, ‘গত দুই সপ্তাহের সাম্প্রতিক ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে, এটা স্পষ্ট যে আমরা আর জয় বাংলা কনসার্টে পারফর্ম করব না।’ গানের মাধ্যমে প্রতিবাদের কথা বলেও কতক্ষণ ভয়ে ভয়ে বাঁচা যায় সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন এই ব্যান্ড। এবার অনুষ্ঠান বয়কট করাই তাদের প্রতিবাদ বলে উল্লেখ করেছে নেমেসিস।

একইভাবে এই কনসার্টে যোগ না দেওয়ার কথা জানিয়েছেন পপি নামে পরিচিত সঙ্গীতশিল্পী রাফান ইমাম। এর আগে বাংলা ফাইভের সিনা হাসান এই কনসার্ট বয়কট করার কথা ঘোষণা করেছিলেন।

মতামত দিন