জামালপুরে বাস ধর্মঘট প্রত্যাহার
প্রায় ২৯ ঘণ্টা পর জামালপুরে বাস ধর্মঘট প্রত্যাহার করেছে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন ও জেলা বাস মালিক সমিতি। জামালপুর জেলা প্রশাসকের সার্কিট হাউস মিলনায়তনে প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, বাস-মিনিবাস মালিক সমিতি, পরিবহন শ্রমিক ইউনিয়ন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের পর আজ মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘোষণা দেওয়া হয়।
জেলা প্রশাসক হাসিনা বেগম এ বৈঠক আহ্বান করেছিলেন। বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শেখ মো. আবদুস সোবহান ও জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বাসশ্রমিকদের মারধর করেছেন—এমন অভিযোগে সোমবার বিকেল চারটার দিকে জামালপুর থেকে ময়মনসিংহ, টাঙ্গাইল হয়ে ঢাকাসহ অভ্যন্তরীণ সব রুটের বাস চলাচল বন্ধ ঘোষণা করে ওই দুই সংগঠন। একই সঙ্গে জেলার অভ্যন্তরীণ সব রুটের সিএনজিচালিত অটোরিকশার চলাচল বন্ধ করা হয়েছিল। এতে জামালপুর থেকে ঢাকাসহ সারা দেশের সব রুটের বাস বন্ধ হয়ে যায়। এতে যাত্রীরা মারাত্মক দুর্ভোগে পড়েন।
মতামত দিন