রাজনীতি

সরকারকে দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে

জাতীয় নাগরিক পার্টি নির্বাচন পেছানোর রাজনীতি করছে এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। 

তিনি বলেছেন, খুব পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি করবেন না। পাল্টা কথা আপনাদের বলতে চাই, বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত পোষণ করুন, নির্বাচন আমরা আপনাদেরকে করে দিতে সহায়তা করবো। সরকারকে বলবো দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে।সোমবার ১০ মার্চ জুলাই অভ্যুত্থানের আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণ করবো বলে রাজনৈতিক দল গঠন করেছি। 

জুলাই অভ্যুত্থানে সংবিধান ব্যর্থ হয়ে গেছে।তিনি বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের খুনীদের আসামী করে শত শত মামলা হয়েছে। যদি এর বিচার ছাড়াই আরেকটি সরকার চলে আসে তবে কী নিশ্চয়তা আছে যে আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করা হবে না এই বাংলাদেশে।

মতামত দিন