খেলা-ধুলা

প্যারিসে মারশার চতুর্থ সোনা

প্যারিস অলিম্পিকে দাপট দেখিয়ে চলছেন লিও মারশা। আসরের সপ্তম দিনে সাঁতারে চতুর্থ সোনার দেখা পেলেন স্বাগতিক কিংবদন্তি। ছেলেদের ২০০ মিটার ব্যক্তিগত মেডলিতে রেকর্ড গড়ে সোনা জিতেছেন ফরাসি সাঁতারু। মেয়েদের ২০০ মিটার ব্যাকস্ট্র্রোকে অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতেছেন অস্ট্রেলিয়ার কাইলি ম্যাকিওন।
সোনা জয়ের পথে মিনিট ৫৪.০৬ সেকেন্ডে সাঁতার শেষ করেন মারশা। অলিম্পিকে এই ইভেন্টে দ্রুততম এটি। আগে রেকর্ডটি ছিল মার্কিন সাঁতারু মাইকেল ফেলপসের, ১ মিনিট ৫৪.২৩ সেকেন্ড (২০০৮ বেইজিং অলিম্পিকে)।
ছেলেদের ইভেন্টে ১ মিনিট ৫৫.৩১ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছেন গ্রেট ব্রিটেনের ডানকান স্কট। ১ মিনিট ৫৬ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন চীনের ওয়াং শান।
মেয়েদের ২০০ মিটার ব্যাকস্ট্র্রোকে ২০১২ লন্ডন অলিম্পিকে যুক্তরাষ্ট্রের মিসি ফ্রাঙ্কলিনের গড়া ২ মিনিট ৪.৬ সেকেন্ডের রেকর্ড ম্যাকিওন ভেঙেছেন ২ মিনিট ৩.৭৩ সেকেন্ডে। ইভেন্টে ২ মিনিট ৪.২৬ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছেন যুক্তরাষ্ট্রের রিগান স্মিথ। ২ মিনিট ৫.৫৭ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ কানাডার কাইলি মাসের।

মতামত দিন