আমরা শেখ হাসিনার বিচার চাই, মির্জা আজমের বিচার চাই
মোহাম্মদ শাহিন -
কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ুবিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, আমরা শেখ হাসিনার বিচার চাই, মির্জা আজমের বিচার চাই, আমরা ফারুক চৌধুরীর বিচার চাই দূর্নীতিবাজ পুলিশ, দূর্নীতিবাজ আমলা, এমপি, মন্ত্রী, দূর্নীতিবাজ ব্যাবসায়ী, যারা বাংলাদেশে চুরি করছে, দুর্নীতি করছে তাদের বিচার আমরা এ-ই বাংলাদেশের মাটিতে চাই। আমরা চাই ভারত শেখ হাসিনাকে ফেরত দিক, মির্জা আজম,ওবায়দুল কাদের কে ফেরত দিক। আমরা আইনের পথে, আইনি প্রক্রিয়ায় আমরা মির্জা আজম, শেখ হাসিনা, ফারুক চৌধুরী, ওবায়দুল কাদের সহ সকল দুর্নীতিবাজদের আমরা বিচার করতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন বিগত ১৭ বৎসরের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিষ্ট সরকারের বিদায় হয়েছে। দীর্ঘ আন্দোলনে এ দেশের মানুষ বিএনপির সাথে ছিল বিধায় জুলাই আগষ্টের অভূথানের মধ্য দিয়ে গনতন্ত্র পুনরুদ্ধার হয়েছে।
তিনি আরো বলেন, ‘যে স্বপ্ন নিয়ে আন্দোলন করেছিল দেশে গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। মানুষের ভোটের অধিকার ফিরে পাবে। আমরা সেদিকে হাটছি।’ গতকাল শনিবার মাদারগঞ্জ উপজেলার শিধুলি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ুবিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল এ-সব কথা বলেন।
স্থানীয় শ্যামগঞ্জ কালি বাড়ি উচ্চ বিদ্যালায় মাঠে ইফতার মাহফিল পুর্ব আলোচনা সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান রতনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট মনজুরুল কাদের বাবুল খান, জামালপুর জেলা বিএনপি উপদেষ্টা মন্ডলী সদস্য ফয়েজুল ইসলাম লাঞ্জু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান জিয়া, ৩ নং গুণারিতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রমূখ। এসময় শিধুলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিএসসির সঞ্চালনায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দলটির অঙ্গ সংগঠনের সকল পর্যায়ে নেতা কর্মী উপস্থিত ছিলেন।
মতামত দিন